গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ তানবিরুল ইসলাম রাজীব এর বিএনপি স্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে

মোহাম্মদ ফরহাদ হোসেন গাজীপুর প্রতিনিধি

রোজ সোমবার ২৭ জানুয়ারি বিকেলের নগরীর ১১নং ওয়ার্ড রাজাবাড়ি স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া কামনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।

উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি, মোঃ রফিকুজ্জামান রফিক কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ ফরহাদ হোসেন ও ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ সেলিম সরকার । এ সময় উপস্থিত ছিলেন যুবদল,ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির অঙ্গ সংগঠন, স্থায়ী নেতৃবৃন্দ, ও সুনামধন্য ব্যক্তিবর্গ প্রমুখ।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, বলেন আমাদের অবিসংবাদিত আপসহিন নেতা, সাহসী জননী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন। মহান আল্লাহ দ্রুত তাকে আরোগ্য দান করে আমাদের মাঝে ফিরিয়ে আনুক সেই দোয়া করি।

বিএনপিতে অনুপ্রবেশ করে কেউ যেন দখলদারি ও অন্যায় করে বিএনপি’র দুর্নাম করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

Leave a Reply