টঙ্গীতে বিশ্ব ইজতেমা সংলগ্ন চলছে মেলা, ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে চলছে দ্বিমত

স্টাফ রিপোর্টার

টঙ্গীর তুরাগ পাড়ে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার প্রথম ধাপ ৩১ই জানুয়ারি থেকে ২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের ইজতেমা ৭, ৮ ও ৯ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। যা বাংলাদেশের টঙ্গীর তুরাগ নদীর তীরে বা গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা এরিয়ায় হচ্ছে।

তাবলিগ জামাতের এই সমাবেশটি বিশ্বে সর্ববৃহৎ, এবং এতে অংশগ্রহণ করেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা। সাধারণত প্রতিবছর এই সমাবেশের আয়োজন করা হয়ে থাকে, এজন্য জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসকে বেছে নেয়া হয়।

বিশ্ব ইজতেমাকে  কেন্দ্র করে মাঠের নিকটতম টঙ্গী  ৫৩ নং ওয়ার্ডে ২৭ই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কিছু অসাধুচক্র মেলার আয়োজন করেছে। এতে করে এলাকার ধর্ম প্রাণ  মানুষের মধ্যে দেখা দিয়ছে বিভাজন বিরোধ, সৃষ্টি হয়েছে আতঙ্ক।

এলাকার একজন প্রবীণ মুরব্বি বলেন বিশ্ব ইজতেমা অনেক জটিলতার মধ্যে দিয়ে  অনুষ্ঠিত হতে  যাচ্ছে সাধারণ মানুষ এমনিতেই আতঙ্ক বিরাজ করছে।  তবে আমাদের এলাকার কিছু অসাধু লোকজন  মেলা বসাইয়া চাঁদাবাজীর একটি ফাঁদ তৈরি করেছে ।

পশ্চিম থানা এলাকায় বিশ্ব ইজতিমা কে টার্গেট করে কিছু অসাধুচক্র মেলা, সার্কেস, জুয়ার মতো কার্যক্রম চালিয়ে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। এই বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইস্কিন্দার হাবিব বলেন আমি এখনো মেলার বিষয়ে কোনো অনুমতি পত্র পাইনি। অনুমতি ছাড়া মেলা পরিচালনা করতে পারবে না, যদি অনুমতি ছাড়া মেলা পরিচালনা করে তাহলে আমি ব্যবস্থা নিব।

Leave a Reply