চট্টগ্রাম বন্দরে ১১ হাজার লিটার বিদেশী মদ জব্দ,১২ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা নস্যাৎ

মাজেদুল আলম, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দর দিয়ে ফ্যাব্রিকস ঘোষণা দিয়ে আনা ২০ ফুট দৈর্ঘ্যের একটি কনটেইনারে পাওয়া গেছে বিভিন্ন ব্র্যান্ডের ১১ হাজার ৬৭৬ লিটার বিদেশি মদ।


এই চালানে ১২ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেছে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জের আমদজী ইপিজেডের প্রতিষ্ঠান সুপ্রিম স্মার্ট ওয়্যার লিমিটেড।

গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালানটি আটক করা হয়।
চট্টগ্রাম কাস্টমসের এআইআর টিম এর বিশেষ নজরদারির ফলে বিশাল পরিমাণ রাজস্ব ফাঁকির চেষ্টা প্রতিরোধ করা সম্ভব হয়েছে,
গতকাল বৃহস্পতিবার দুপুরে আটকের দায়িত্বে থাকা সংস্থা চট্টগ্রাম কাস্টম হাউসের এ আই আর ডেপুটি কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply