
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর টঙ্গীতে মৈত্রী শিল্প পরিদর্শনে আসেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, এডিশনাল সেক্রেটারি মোঃ সাইদুর রহমান খান, শারীরিক প্রতিবন্ধীদের কৃত্রিম পা দিয়ে তাদেরকে চলাফেরা সহ স্বাবলম্বী করার ব্যবস্থা করা হচ্ছে, প্রতিবন্ধীদের কম্পিউটার প্রশিক্ষণ মোবাইল সার্ভিসিং সহ প্রতিবন্ধীদের বিভিন্ন প্রশিক্ষণের স্থানগুলো পরিদর্শন করেন।
প্রতিবন্ধীদের কৃত্রিম পা দিয়ে চলাফেরা করতে কোন ধরনের অসুবিধা হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেন, এবং উন্নত মানের কৃত্রিম পা তৈরিতে সব ধরনের সহযোগিতা করার আশ্বাসও দেন, সেই সাথে কৃত্রিম পা যারা তৈরি করেন তাদেরকে আনুষাঙ্গিক যেসব পার্টস এবং বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃতি পাওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন সাইদুর রহমান খান।
পরিদর্শন শেষে প্রশিক্ষণ নেয়া বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া প্রতিবন্ধীদের মাঝে নিয়োগপত্র বিতরণ করেন,
গাজীপুর সমাজসেবা উপপরিচালক আনারুল করিম বলেন মৈত্রী শিল্পকে আরো এগিয়ে নেয়ার জন্য আমাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছে, প্রতিবন্ধীদের নিজ হাতে তৈরি মুক্তা পানি সারা দেশে সুনাম অর্জন করেছে শুধু তাই নয় শারীরিক প্রতিবন্ধী ও বাক ও শ্রবণ প্রতিবন্ধী অনেক প্রতিবন্ধীদের এখানে কর্মসংস্থান তৈরি হয়েছে।
পরিদর্শন শেষে প্রশিক্ষণ নেয়া বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া প্রতিবন্ধীদের মাঝে নিয়োগপত্র বিতরণ করেন,
গাজীপুর সমাজসেবা উপপরিচালক আনারুল করিম বলেন মৈত্রী শিল্পকে আরো এগিয়ে নেয়ার জন্য আমাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছে, প্রতিবন্ধীদের নিজ হাতে তৈরি মুক্তা পানি সারা দেশে সুনাম অর্জন করেছে শুধু তাই নয় শারীরিক প্রতিবন্ধী ও বাক ও শ্রবণ প্রতিবন্ধী অনেক প্রতিবন্ধীদের এখানে কর্মসংস্থান তৈরি হয়েছে।
এখানে তৈরি হচ্ছে অনেক প্লাস্টিক পণ্য, যার মধ্যে রয়েছে প্লাস্টিক চেয়ার, প্লাস্টিকের ড্রাম, প্লাস্টিকের বালতি, মগ, জুরি, আরো হরেক রকমের প্লাস্টিকের পণ্য উৎপাদন করা হচ্ছে মৈত্রী শিল্পে এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর সমাজ সেবা অফিসার এডি তৌহিদুল ইসলাম, সমাজসেবা টঙ্গী জোনের অফিসার যোবায়ের আলম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।