শ্যামনগর থানায় বি এন পি নেতার গায়েবী মামলা, বাদ যায়নি সাংবাদিক

নিজস্ব প্রতিবেদন :-

সাতক্ষীরার শ্যামনগর থানায় গত ২২ জানুয়ারী রমজাননগর ইউনিয়ন বি এন পি কার্যালয় ভাংচুর নামক গায়েবী মামলা দায়েরের খবর পাওয়া গেছে। রমজাননগর ইউনিয়ন বি এন পির সভাপতি সন্ত্রাস নৈরাজ্যের গডফাদার শহিদুজ্জামানের আপন ভাই বাদী হয়ে গত ২২ জানুয়ারী শ্যামনগর থানায় বি এন পি অফিস ভাংচুরের মামলা দায়ের করে যার শ্যামনগর থানার মামলা নং ১৮ তারিখ ২২/০১/২০২৫ এই মামলায় স্থানীয় সাংবাদিক হুমায়ুন কবির,মোঃ সাইফুল ইসলাম ও আব্রাহাম লিংকনকে ও আসামী করা হয়েছে।


ঘটনার বিষয়ে অনুসন্ধানে জানা গেছে আওয়ামীলীগের ছত্রছায়ায় থানা বি এন পি নেতা শহিদুজ্জাম গত ৫ আগষ্টের পর থেকে সন্ত্রাসী, দখলবাজীতে স্থানীয় ভেটখালী বাজার এলাকায় রামরাজত্ব কায়েম করেছে। শহিদুজ্জামানে এধরনের সন্ত্রাসী কর্মকান্ডের কারনে এলাকার সাধারন মানুষ ও বি এন পির সাধারন নেতা কর্মিরা বি এন পির কেন্দ্রীয় কার্যলয় ও জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দিলেও দলীয় ভাবে কোন ব্যাবস্থা গ্রহন না করায় এই নেতা আরও ভয়ংকর হয়ে উঠে।

গত ২০ জানুয়ারী রমজাননগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকবর আলী ভেটখালী বাজারের উপর দিয়ে বাড়ি ফেরার পথে শহিদ সহ তার সন্ত্রাসী বাহিনী আকবর আলী ও তার মোটর সাইকেলের পেছনে থাকা ইউ পি সদস্য মনোরঞ্জন কে ব্যাপক ভাবে মারপিট করে এবং ধারালো দা দিকে আকবর আলীকে কুপিয়ে গুরুত্বর যখম করে এবং রমজাননগর ইউনিয়ন কৃষক দলের অফিস ভাঙ্গচুর ও লুট করে। অপরদিকে রমজাননগর ইউনিয়ন আওয়ামীলীগের অফিস দখল করে তৈরী করা বি এন পি অফিস ভাংচুরের মিথ্যা মামলা সাজিয়ে আকবর আলী সহ ৯ জনের নামে শ্যামনগর থানায় গায়েবী করে। ঐ মামলায় ৩জন সাংবাদিকদের জড়ানো হয়।

Leave a Reply