হাকিমপুরে ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেনের আগমনে হাজার হাজার জনতার ঢল

মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

আজ সোমবার (২৮ অক্টোবর) বিকেল ৩ টায় দিনাজপুরের হাকিমপুর হিলি আল্ জামিয়াতুল ইসলামিয়া আল্ আনওয়ারুল উলূম মাদ্রাসায় আগমন ও সাম্প্রদায়িক সম্প্রতি ও দুর্নীতি মুক্ত সমাজ গঠনে ওলামা কেরাম গনের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দু’আ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, দেশকে ভালোবাসতে হবে। যারা দেশের টাকা বিদেশে পাচার করেন তারা দেশ প্রেমিক হতে পারে না। কোন আলেম দেশের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করে বাড়ি ঘর নির্মাণ করেন নাই।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হজ্জ ও উমরাহ নিয়ে কাজ করছে। গত বছরের তুলনায় এবার হজ্জ ও উমরাহর খরচ কমানো হবে। খুব অল্প সময়ে দুটি হজ্জের প্যাকেজ ঘোষণা করা হবে। 

তাই আগামীতে সরকারি ব্যবস্থায় হজ্জ পালনের জন্য আহবান জানান ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন।

এছাড়াও উপস্থিত আলেম ওলামাদের উদ্দেশ্য ধর্ম উপদেষ্টা বলেন, আপনারা সবসময় জিকির আজকার মধ্যে থাকবেন। কারণ দোয়া সবচেয়ে বড় ইবাদত। দোয়ার মাধ্যমে আপনার আমার ভাগ্য পরিবর্তন হতে পারে। 

এর আগে দুপুরে হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন এসে পৌঁছিলে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নূর-এ- আলম,

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি আ.ন.ম নিয়ামত উল্লাহ, বাংলাহিলি আল্ জামিয়াতুল ইসলামিয়া আল্ আনওয়ারুল উলূম মাদ্রাসার মুহা তামিম মাওলানা মো. শামসুল হুদা খান, হিলি কাস্টমস ডেপুটি কমিশনার নার্গিস পারভীন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, উপজেলা জামায়াতের আমির মো. আমিনুল ইসলাম, হাকিমপুর থানার অফিসার ইনচার্( ওসি) মো. সুজন মিঞা পুলিশ পরিদর্শক তদন্ত এস এম জাহাঙ্গীর আলম সহ গন্যমান্য ব্যাক্তি বর্গ সহ অনেকেই উপস্হিত ছিলেন।

পরে বিকেল সাড়ে ৪টায় ধর্ম উপদেষ্টা হিলি স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট, হিলি জিরো পয়েন্ট পরিদর্শন করেন এবং শেষে হিলি কাস্টমস ও হিলি স্হল বন্দর পানামা পোর্ট লিংক লিঃ পরিদর্শন করে বিরামপুর ওলামা মাশায়েখ এর আয়োজনে আলোচনা সভায় যোগদানের উদ্দেশ্য রওনা দেন।

Leave a Reply