যশোরের শার্শায় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি:

দেশের চলমান পরিস্থিতিতে শান্তি-শৃংঙ্খলা বজায় রাখা ও সকল ধরনের আতঙ্ক দূর করতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের শার্শা উপজেলা শাখার নেতৃবৃন্দ ।

সোমবার (২৬ আগস্ট) বেলা ১১ টার দিকে শার্শার বাগআঁচড়া সার্বজনীন পুজা মন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাও. আজিজুর রহমান।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা উপজেলা শাখা’র আমির মাও.ফারুক হাসান, বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব আব্দুস সাত্তার, জামায়াত নেতা ফজলুর রহমান,নজরুল ইসলাম,শার্শা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক নীল কমল সিংহ,বাগআঁচড়া সর্বজনীন পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক গোবিন্দ চন্দ্র সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মতবিনিময় সবাই উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় হিন্দু ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন।প্রয়োজনে মন্দির বা বাসা-বাড়ি পাহারা দেওয়া হবে বলে আশ্বস্ত করেন তারা।

Leave a Reply