রফিকুল ইসলাম ময়মনসিংহ
ময়মনসিংহ জেলা পুলিশের কর্ণদ্বার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা মহোদয়ের দিক-নির্দেশনায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের নব্বইয়ের বাজার আব্দুল গনি ব্রিকস ফ্যাক্টরি থেকে মো: সবুজ মিয়া (৩০) নামের একজন ভাটার শ্রমিককে শিকল বাঁধা অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকৃত সবুজ মিয়ার বাড়ী সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায়।
সে শ্রমিক সরদারের মাধ্যমে জানুয়ারী মাসের ২ তারিখ ইটভাটায় শ্রমিক হিসাবে কাজে যোগদেয়। ইটভাটার মালিকের সাথে সরদারের আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ থাকায় সরদার ভিকটিম শ্রমিক সবুজ মিয়াকে রেখে চলে যায়। গত ৪ ফেব্রুয়ারী থেকে ৯ ফেব্রুয়ারী পাঁচদিন ইটভাটার ম্যানেজার শ্রমিক সবুজ মিয়াকে পায়ে শিকল দিয়ে আটকে রেখে নির্যাতন করে আসছে।
জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা সংবাদ পেয়ে ভিকটিমকে উদ্ধারের জন্য ঈশ্বরগঞ্জ থানা পুলিশকে নির্দেশদেন। পুলিশ ঘটনাস্থলে শ্রমিক সবুজ মিয়াকে শিকল বাধাঁ অবস্থায় উদ্ধার করে। অমানবিক এই অপরাধে জড়িত ইটভাটার মালিক মো: খাইরুল আলম রাসেল (৪২) ও ম্যানেজার মো: আসাদুল্রাহ মিয়া (৭০) উভয় থানার ছাতিয়ানতলা বৈরাটি ইশ্বরগঞ্জের বাসিন্দাকে গ্রেফতার করে পুলিশ। ভিকটিম সবুজ মিয়াকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় মামলা হয়েছে। আসামীদের বিজ্ঞআদালতে প্রেরন করা হয়েছে।