জয়পুরহাটের পাঁচবিবিতে দোকান বাঁকি চাওয়ায় মারপিটের অভিযোগ

জুয়েল শেখ জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা বাজারের দোকানদারকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ দোকানেই ঘটনাটি ঘটে। প্রতিকারের আশায় উপজেলার শ্রীমন্তপুর গ্রামের রেজাউল করিমের ছেলে রিয়াজুল ইসলাম ২৫ থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে জানা যায়, রিয়াজুল উপজেলার হাটখোলা বাজারে মুদির দোকান করেন।

উপজেলার সোনাতলা উচনা গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে সুজাউল ইসলাম রিয়াজুলের দোকানে ২ বছর আগে ৮ শ টাকা বাঁকি খরচ করে।

বাঁকি পরিষদের সময় পার হলেও টাকা দিতে টাল বাহানা করে সুজাউল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার নিকট দোকান বাঁকির টাকা চাইলে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালমন্দ করে। এবং এক পর্যায়ে মারধর করে।

আমার বড় ভাই এরশাদ আলী আমাকে উদ্ধার করতে এলে সুজাউল ও সোনাতলা গ্রামের কাদের রাব্বি জনি ও জাহিদুল ইসলাম মিলে বড় ভাইকে কিল ঘুষি মেরে রক্তাত্ত জখম করে।

এ সময় দোকানের মালা মাল ভাঙ্গচুর নগদ পঞ্চাশ হাজার লুট সহ প্রায় সোয়া লক্ষ টাকার ক্ষয় ক্ষতি করেন তারা।

এবিষয়ে অভিযুক্ত সুজাউল বলেন, টাকা পাবে ঠিকই কিন্ত সে আমাকে যখন তখন অকথ্য ভাষায় গালমন্দ করে। আগে সেই আমাকে মেরেছে আমি পরে মেরেছি বলে, জানান সুজাউল।

পাঁচবিবি থানার ওসি মোঃ কাওসার আলী বলেন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ হয়েছে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply