নান্দাইলে জহুরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

রফিকুল ইসলাম (নান্দাইল) প্রতিনিধি ঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১নং বীর বেতাগৈর ইউনিয়নের বীরকামটখালী গ্রামে স্থাপিত জহুরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ই ফেব্রুয়ারী) বিপুল উৎসাহ ও আনন্দঘন পরিবেশে জহুরা খাতুন উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ আলী আফজাল খানের সভাপতিত্বে জাতীয় সংগীত পরিবেশনের ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রধান অতিথি মাননীয় পরিকল্পনা মন্ত্রীর জৈষ্ঠ্য কন্যা বিশিষ্ট শিল্প উদ্যোক্তা নারী নেত্রী ওয়াহিদা হোসেন রূপা। জহুরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারজিয়া রেবেকা সুলতানা ও ক্রীড়া শিক্ষক মনিরুজ্জামান আকন্দের পরিচালনায় দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়।

পরে বিজয়ী প্রতিযোগী ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণ পূর্ব হাসনাত জামান সসবুজের সঞ্চলানায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় পরিকল্পনা মন্ত্রীর জৈষ্ঠ্য কন্যা বিশিষ্ট শিল্প উদ্যোক্তা নারী নেত্রী ওয়াহিদা হোসেন রূপা, বিশেষ অতিথি নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম শাহান, মাননীয় পরিকল্পনা মন্ত্রীর এপিএস আবু নছর ভূঞা মাসুক, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাজী নাজিম উল্লাহ লিটন,এডভোকেট হাবিবুর রহমান ফকির, সাইদুর রহমান,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সরকার, গাংগাইল ইউপি চেয়ারম্যান এড. আসাদুজ্জামান নয়ন, বেতাগৈর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু নাঈম ভূইয়া ফারুক সহ প্রমুখ।

এসময় প্রধান অতিথি নারী নেত্রী ওয়াহিদা হোসেন রূপা বলেন, শিক্ষা ক্ষেত্রে নারীরা এগিয়ে আছে। শুধু তাই নয় দেশ গঠন সহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের ভূমিকা অপরিসীম। এছাড়া আমাদের দেশের প্রধানমন্ত্রীও একজন নারী। জননেত্রী শেখ হাসিনা বিশ্ব দরবারে একজন সফল নারী প্রধানমন্ত্রী।

Leave a Reply