কুষ্টিয়া জেলা প্রতিনিধি
জাহিদুল ইসলাম, কুষ্টিয়া আজ ২৯ শে জানুয়ারি রোজ সোমবার, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঈষিতা আক্তারের উপস্থিতিতে, এবং কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর “ক” সার্কেলের, পরিদর্শক মোঃ বেলাল হোসেনের। নেতৃত্বে৷
বিভাগীয় টিমকে সাথে নিয়ে, একটি রেইডিং পার্টি গঠন করে,, কুষ্টিয়া সদর থানাধীন চৌড়হাস ফুলতলা এলাকায়, মৃত হেদায়েত আলী সরদারের বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে,, হেদায়েতের ছেলে মোঃ সাফায়েত আলী (৪০)কে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ইয়াবাসহ গ্রেপ্তার করেছেন,,, গ্রেপ্তারকৃত সাফায়েতের নামে ভ্রাম্যমান আদালতে মামলা হয়।
মামলা নং ৪৫ তারিখ ২৯/০ ১ /২০২৪ ইংরেজি হেদায়েতকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ এর (৫) ধারায় দোষী সাব্যস্ত করে, এক বৎসরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
ঈষিতা আক্তার বিজ্ঞ এক্সজিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া,, অভিযান শেষে পরিদর্শক মোঃ বেলাল হোসেন জানান সরকার মাদকের উপর জিরো টলারেন্স ঘোষণা করেছে সমস্ত এলাকায় মাদক বিরোধী সেমিনার করছেন,, আমাদের অভিযান ও চলমান থাকবে।