জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পুরানাপৈল রেলগেট থেকে জয়পুরহাট রেল স্টেশন পর্যন্ত রেল পাহারায় নিয়োজিত রয়েছে ১৯ জন আনসার ভিডিপির সদস্য, তারা ৩ শিফট করে ২৪ ঘন্টা ডিউটি করেন।
প্রতিদিনের মতো টহল দিচ্ছিলেন আনসার সদস্য রফিকুল ইসলাম ও তার সঙ্গীরা, তাদের দেখে একজন বৃদ্ধা মহিলা ইশারায় তার কাছে ডাকেন এবং তার কষ্টের কথা শেয়ার করেন এবং শীতবস্ত্রের আবদার করেন, বৃদ্ধ মহিলা জানান তিনি কখনো সরকারি কোন শীতবস্ত্র বা কম্বল পান নাই, শীতের কারণে তার খুব কষ্ট হয়।
বৃদ্ধ মহিলার কথা গুলো আনসার বাহিনীর রেল ডিউটির টহল টিম মনোযোগ দিয়ে তার শোনেন। তার কথা শুনে তাৎক্ষণিক নিজের শরীরের শীতের পোশাক টি খুলে বৃদ্ধ মহিলাকে শীতের সোয়েটার দান করেন আনসার সদস্য রফিকুল।
তার দেখে ভিডিপি সদস্য আজাদও একটি সোয়েটার দান করেন। ২টি সোয়েটার পেয়ে বৃদ্ধ মহিলা খুবই খুশি হন এবং সবার জন্য দোয়া করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, বজলুর রশিদ, তানভীর, সুমন।
উক্ত ছবি তাৎক্ষণিক মুহূর্তকে ক্যামেরা বন্দি করেন আনসার সদস্য ও সমাজসেবক রাজা চৌধুরী এবং সবাইকে উৎসাহিত করেন। আনসার সদস্য রাজা চৌধুরীর সাথে কথা বলে জানতে পারি তাদের টহল টিম সর্বদা মানবিক, তারা সর্বদা মানুষকে সাহায্য সহযোগিতা করতে ভালোবাসে এবং মাঝে মাঝে দরিদ্রদের সহযোগিতা করেন।
সেই সাথে আনসার বাহিনীর বাইরে ও তাদের জয়পুরহাট স্বেচ্ছাসেবী সংগঠন নমক একটি স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, যার মাধ্যমে তারা সমাজসেবা মূলক কার্যক্রম চালান।