স্বপ্নহারা জুয়েলের চোখের জল : কেন্দুয়ায় রাতের আঁধারে তিনটি গরু উধাও

সৈয়দ সময় ,নেত্রকোনা :

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের আটাশিয়া মাইজকান্দি গ্রামের হতদরিদ্র যুবক মোঃ জুয়েল মিয়া (২৫) হঠাৎ করেই যেন জীবনের আলো হারালেন। রাতের আঁধারে নিঃশব্দে তার শেষ সম্বল তিনটি গরু চুরি হয়ে গেল।

শনিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে, বসতঘরের দক্ষিণ পাশে ছনের গোয়ালঘরে তালা ভেঙে প্রবেশ করে চোরের দল। বাঁশের ঝাপ সরিয়ে, নিঃশব্দে নিয়ে যায় আনুমানিক ৩ লাখ ২০ হাজার টাকার তিনটি গরু। পরদিন সকালে শূন্য গোয়ালঘর দেখে ভেঙে পড়েন জুয়েল।

রবিবার (১৪ সেপ্টেম্বর) তিনি অজ্ঞাত চোরদের বিরুদ্ধে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

কান্নাজড়িত কণ্ঠে জুয়েল বলেন, “গরুগুলোই ছিলো আমার একমাত্র সম্বল। কে বা কারা নিয়ে গেল জানি না। আমি পথে বসে গেলাম।” তিনি আরও জানান, গত ২৯ জুলাই জমি নিয়ে বিরোধে ফুফাতো ভাইদের সাথে মারামারির ঘটনায় তিনি ও পরিবারের কয়েকজন হাসপাতালে ভর্তি ছিলেন। সেই ঘটনার অল্প কিছুদিনের মধ্যেই এ দুর্ঘটনা ঘটলো।

কেন্দুয়া থানার ডিউটি অফিসার এসআই শ্রাবণ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আটাশিয়া মাইজকান্দি গ্রামের আকাশে আজ কেবলই হতাশার ছায়া। দরিদ্র জুয়েলের চোখের জল যেন সাক্ষ্য দিচ্ছে দুঃখ শুধু তার নয়, এটি পুরো গ্রামের বেদনাময় এক গল্প।

Leave a Reply