
মোঃ আকাশ আহমেদ ভালুকা প্রতিনিধিঃ-
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ ১১ (ভালুকা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মোঃ মামুনুর রশিদ খান তার নির্বাচনি প্রচার কার্যক্রম শুরু করেছেন। শনিবার সকালে ভালুকার ভান্ডাব ১নং ওয়ার্ডে অবস্থিত তা’লিমুন নিসা মহিলা মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয় এক মতবিনিময় সভা।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস ভালুকা উপজেলা সভাপতি মুফতি আতিকুল ইসলাম শেখ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মোঃ মামুনুর রশিদ খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোর্শেদ আলম, ইত্তেফাকুল উলামা ভালুকা পৌরসভার সভাপতি মাওলানা আফজাল হোসেন সরকার, গফরগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস আহমেদ ফরায়েজী, ৩নং ভরাডোবা ইউনিয়নের সভাপতি মুফতি জাকারিয়া মাহমুদ, ১নং উথুরা ইউনিয়নের সভাপতি মুফতি ওয়াহিদুজ্জামান তানভীর কাসেমী এবং ৮নং ডাকাতিয়া ইউনিয়নের সভাপতি মাওলানা শফি উদ্দিন।
হাফেজ মামুনুর রশিদ খান তার বক্তব্যে বলেন, দেশ ও জাতির কল্যাণে সু শাসন প্রতিষ্ঠা এবং ইনসাফ ভিত্তিক সমাজ গঠনই হবে তার রাজনীতির মূল অঙ্গীকার। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, “আমরা চাই জনগণের অধিকার প্রতিষ্ঠিত হোক। ইসলামি মূল্যবোধের আলোকে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা আমাদের অঙ্গীকার।”
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়, দুর্নীতি এবং বৈষম্যের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে আছে। এসব সমস্যা সমাধানে ইসলামী রাজনৈতিক দর্শনের ভিত্তিতে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা গড়ে তুলতে চান তিনি।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের জনগণ শান্তি, ন্যায়বিচার এবং সুশাসন চায়। খেলাফত মজলিসের প্রার্থী মামুনুর রশিদ খান সেই প্রত্যাশার প্রতিনিধিত্ব করছেন। তারা জনগণকে আহ্বান জানান, আসন্ন নির্বাচনে তাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য।
এছাড়াও বক্তারা জোর দিয়ে বলেন, খেলাফত মজলিস একটি আদর্শভিত্তিক রাজনৈতিক দল। এ দলের নীতি হলো, ইসলামি মূল্যবোধের মাধ্যমে সমাজকে সংস্কার করা। দুর্নীতি, অন্যায়, স্বজনপ্রীতি ও অবিচারের বিরুদ্ধে লড়াই করাই হবে তাদের অঙ্গীকার।
ভালুকার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত নেতাকর্মীরা এ সভায় অংশ নেন। তারা একে অপরকে আশ্বস্ত করেন, আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।
সভায় স্থানীয় জনগণও অংশগ্রহণ করেন। তারা বলেন, এলাকায় পরিবর্তনের জন্য একজন সৎ, শিক্ষিত ও আদর্শবান প্রার্থী প্রয়োজন। হাফেজ মামুনুর রশিদ খান দীর্ঘদিন সমাজসেবামূলক কাজের সাথে জড়িত। তিনি মাদ্রাসা, মসজিদ ও বিভিন্ন শিক্ষামূলক প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রেখেছেন। এজন্য সাধারণ মানুষের কাছে তিনি একজন গ্রহণযোগ্য প্রার্থী।
প্রচারণার এই প্রাথমিক সভায় এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেন, যদি মামুনুর রশিদ খান নির্বাচিত হন, তবে ভালুকা একটি মডেল আসন হিসেবে গড়ে উঠতে পারে। তারা প্রত্যাশা করেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের ক্ষেত্রে তিনি বাস্তবসম্মত উদ্যোগ নেবেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, খেলাফত মজলিসের প্রার্থী জনগণের সেবা করার জন্যই রাজনীতিতে এসেছেন। তিনি ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন।
সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়ায় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।
মতবিনিময় সভাটি নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ভালুকায় নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। প্রার্থীর প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও সমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।