
সৈয়দ সময় , নেত্রকোনা :
পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব দিবস উপলক্ষ্যে
নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব -১৪৩২ ।
সকালে জেলা শহরের তেরীবাজারস্থ শ্রী শ্রী নৃসিংহ জিউড় আখড়ায় ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব ও জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি শ্রী জ্ঞানেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট জীবন কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , নেত্রকোনা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক ও নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার ,
বিশেষ অতিথি ছিলেন , অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার , নেত্রকোনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান , অতিরিক্ত পুলিশ সুপার স্বজল সরকার , নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ নেওয়াজ , জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ম, কিবরিয়া চৌধুরী হেলিম ,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ইসলাম উদ্দিন খান চঞ্চল,পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরাজ আহমেদ রাজু ।
এ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , শ্রী নির্মল কুমার দাশ , পুলক চৌধুরী ,
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অজিত সাহা রায় , লিটন পন্ডিত ,
সাংবাদিক ভজন দাস , কবি ও সাংবাদিক সৈয়দ সময় ,
সনাতন ধর্মাবলম্বীদের নেতা শ্যামল ভৌমিক , রিপন দত্ত , সুচিন্ত চৌধুরী রোপন , সত্যেন্দ্র পাল ,মানিক তালুকদার , শ্রী প্রহল্লাদ বনিক , মানিক সাহা ,রতন বিশ্বধর্মা , রাজু তালুকদার প্রমুখ । আলোচনা পর শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব এর মঙ্গল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে নৃসিংহ জিউড় আখড়ায় মিলিত হয় ।
চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন শ্রী প্রহল্লাদ বনিক । পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । প্রসাদ বিতরণের মাধ্যমে আনুষ্ঠান সম্পন্ন হয় ।