
জুলফিকার আলী জুয়েল
কোনাবাড়ী, গাজীপুর
জুলাই মাসে সংঘটিত ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ও আওয়ামী ফ্যাসিবাদের পতনের প্রতীক হিসেবে ৫ আগস্ট ‘ছাত্র-জনতার বিজয় দিবস’ পালিত হয়েছে। এই উপলক্ষে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।
রবিবার সকালে স্থানীয় এলাকায় আয়োজিত র্যালিতে উপস্থিত ছিলেন থানা বিএনপির নেতাকর্মী, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ এলাকার সাধারণ মানুষ। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এক নবচেতনার সৃষ্টি করে।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের সময় সাধারণ ছাত্র ও জনগণের উপর পুলিশের নির্মম দমন-পীড়ন ও গুলিবর্ষণের বিরুদ্ধে আন্দোলনের সূত্র ধরে ৫ আগস্ট দেশব্যাপী ছাত্র-জনতার প্রতিরোধ গড়ে উঠে। সেই প্রতিরোধ আন্দোলনের মাধ্যমেই ফ্যাসিবাদী সরকারের পতনের সূচনা হয়—যা জনগণের বিজয়ে রূপ নেয়।
আয়োজকরা বলেন, এই দিনটি কেবল একটি প্রতীকী দিন নয়, এটি এক ঐতিহাসিক বিজয়ের স্মারক, যেখানে বাংলাদেশের ছাত্র-জনতা দেখিয়ে দিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তিই জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে।
র্যালিতে বক্তারা ৫ আগস্টকে জাতীয়ভাবে ছাত্র-জনতার বিজয় দিবস হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানান এবং দেশের ভবিষ্যৎ গঠনে তরুণ সমাজকে আরও সংগঠিত হওয়ার আহ্বান জানান।