কোনাবাড়ীতে ইসলামি আন্দোলনের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত


জুলফিকার আলী জুয়েলঃ


জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানা শাখার উদ্যোগে ইসলামি আন্দোলন বাংলাদেশের ব্যানারে এক বর্ণাঢ্য সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট, ২০২৫) সকাল ১০টায় কোনাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয় গণমিছিল। ব্যানারে ‘জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি’ এবং ‘সমাবেশ ও গণমিছিল’ উল্লেখ থাকায় এটি সাম্প্রতিক গণআন্দোলনের ধারাবাহিকতায় একটি প্রতিবাদ কর্মসূচি হিসেবেই বিবেচিত হচ্ছে।

গণমিছিলে নেতৃত্ব দেন স্থানীয় ইসলামী নেতৃবৃন্দ। এতে অংশগ্রহণ করেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী, সাধারণ ধর্মপ্রাণ মুসল্লি এবং এলাকার সচেতন নাগরিকরা।
তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান। ব্যানারে উল্লেখ ছিল ৫ আগস্ট, মঙ্গলবার সকাল ১০টা, কোনাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ—যা কর্মসূচির সময় ও স্থান নির্দেশ করে।

গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, ধর্মীয় মূল্যবোধ ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সদা সচেষ্ট থাকবে। তারা সরকারের স্বেচ্ছাচারিতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও রাজনৈতিক দমন-পীড়নের তীব্র নিন্দা জানান।

বক্তারা আরো বলেন, ৫ আগস্টসহ জুলাই মাসে যে গণ-অভ্যুত্থানের সূচনা হয়েছিল, তা আজ সারাদেশে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে। এই আন্দোলনই গণতন্ত্র ও ইসলামের শাসন প্রতিষ্ঠার ভিত্তি গড়ে তুলবে।

Leave a Reply