টঙ্গীতে গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা: স্বজনদের ওপর হামলা ও হত্যার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি:


গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার ব্যাংকের মাঠ এলাকায় এক তরুণীকে দীর্ঘদিন ধরে নির্যাতনের মাধ্যমে হত্যার অভিযোগ এবং সেই পরিবারের ওপর পূর্বে সংঘটিত সশস্ত্র হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। মৃত তরুণীর বাবা ও মা টঙ্গী পূর্ব থানায় পৃথক দুইটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রথম অভিযোগে নিহত তরুণী মিতুর মা মোসাঃ ঝুমুর (৩৭) জানান, ২০২১ সালের ১৪ জানুয়ারি সন্ধ্যায় অভিযুক্ত মোঃ আল আমিন (৩৫), শাহিন মিয়া (২৫), সোহেল (২২), মোসাঃ শাহিনা বেগম (২৫), ছোপ্পানী বেগম (৪৮), সাকিব (১৮) ও অজ্ঞাতনামা ৩-৪ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রতিবাদ করায় ঝুমুর, তার স্বামী চাঁন মিয়া, ছেলে মেহেদী হাসান টিটু ও ভাশুরের মেয়ে আমেনা বেগমকে বেধড়ক মারধর করে। এসময় সোহেল হাতে থাকা বটি দিয়ে আমেনার মাথায় কুপিয়ে গুরুতর জখম করে এবং শাহিন সুইচ গিয়ার দিয়ে টিটুর কপালে আঘাত করে। হামলাকারীরা বাড়ির সিসি ক্যামেরাও ভাঙচুর করে প্রায় ১৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে।

দ্বিতীয় অভিযোগে নিহতের বাবা চাঁন মিয়া (৪৫) অভিযোগ করেন, চার বছর আগে তার মেয়ে মিতুকে জোরপূর্বক বিয়ে করে অভিযুক্ত আল আমিন। আগের স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও সে দ্বিতীয় বিয়ে করে এবং বিয়ের পর থেকেই আল আমিন ও তার প্রথম স্ত্রী শাহীনা মিতুর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। তারা প্রায়ই যৌতুকের দাবিতে চাপ দিত। মেয়ের সুখের জন্য তিনি একাধিকবার অর্থনৈতিক সহায়তা করলেও মিতুর ওপর নির্যাতন কমেনি।

চাঁন মিয়ার দাবি, আল আমিন ও তার পরিবারের সদস্যদের পরিকল্পিত নির্যাতনের ফলে মিতু গুরুতর অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার পর জানা যায়, সে রক্তে ইনফেকশন, ডায়াবেটিসসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়েছে। অবশেষে গত ২৩ জুন ২০২৫ তারিখে মিতু মৃত্যুবরণ করেন। মৃত্যুর পরও অভিযুক্তরা তাদের পরিবারকে মামলা না করার জন্য হুমকি দিয়ে আসছে।

চাঁন মিয়া ও ঝুমুর জানান, তারা বর্তমানে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার এক কর্মকর্তা বলেন, অভিযোগগুলো গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply