কক্সবাজারের টেকনাফে অভিযান পরিচালনা করে ২২,৪০০ পিস ইয়াবা উদ্ধার র‌্যাব-১৫ গ্রেফতার ১

মো: আমিন উল্লাহ

র‌্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বদ্ধ পরিকর। দেশব্যাপী মাদকের বিস্তাররোধসহ সমাজে বিরাজমান নানাবিধ অপরাধ দমন ও অপরাধের সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক কারবারী কক্সবাজারের টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউনিয়নস্থ ০৬নং ওয়ার্ডের ডেইলপাড়া এলাকায় জনৈক সালাহমত উল্লাহর দুই তলা বিশিষ্ট ভাড়া বাড়ীর দ্বিতীয় তলার উত্তর-পূর্ব পাশের ইউনিটের ভাড়াটিয়া আবু তাহের এর বসতঘরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ০১ সেপ্টেম্বর ২০২৪ তারিখ অনুমান ১১.৫০ ঘটিকায় র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

র‌্যাবের মাদক বিরোধী অভিযানের বিষয়টি বুঝতে পেরে মাদক কারবারীরা পলায়নের চেষ্টাকালে আবু তাহের নামে একজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপর এক সহযোগীর নাম-ঠিকানা প্রকাশসহ সে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দ্রুত পালিয়ে যায় বলে গ্রেফতারকৃত মাদক কারবারী স্বীকার করে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মাদক কারবারীর দেহ ও বসত ঘর তল্লাশী করা হয়। এ সময় গ্রেফতারকৃত আবু তাহের এর বাসার শয়নকক্ষের বক্স খাটের নিচ থেকে ০১টি সাদা রংয়ের শপিং ব্যাগ হতে সর্বমোট ২২,৪০০ (বাইশ হাজার চারশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয়- আবু তাহের (৩৩), পিতা-নুর মোহাম্মদ, মাতা-সৈয়দা খাতুন, সাং-জালিয়া পাড়া (শাহপরীর দ্বীপ), ০৯নং ওয়ার্ড, ইউনিয়ন-সাবরাং, বর্তমান ঠিকানা-ডেইল পাড়া, ০৬নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক কারবারী জানায় যে, সে ও পলাতক মাদক কারবারী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ের সাথে জড়িত। তারা পরস্পর যোগসাজসে অবৈধভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ এবং চাহিদা মোতাবেক কক্সবাজার’সহ দেশের বিভিন্ন জেলায় বেশী দামে মাদক বিক্রয় করতো।

উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ও পলাতক মাদক কারবারীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

Leave a Reply