স্টাফ রিপোর্টারঃ
গাজীপুর জেলা কাশিমপুর থানার অন্তর্গত মাধবপুরে সরকারি বন বিভাগের জমি দখল করে গড়ে তুলেছেন অবৈধ কারখানা ।
তথ্যসূত্রে জানা যায়, ভূমিদস্যু মজিবর ও রাতুল পিতা পুত্র আওয়ামীলীগ করতো সেই ক্ষমতা দেখিয়ে এলাকায় ত্রাস করতেন তারা।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে এই জমিটি ভূমিদস্য মজিবর ও রাতুল পিতা পুত্র দুইজন মিলে ভোগ দখল করতো।
সরকারি ভাবে অভিযান পরিচালনা করে ঔসকল স্থাপনা উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত।
পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সুযোগ পেয়ে আবারো উক্ত জমিটি দখল করার জন্য বেপরোয়া পিতা পুত্র।
উক্ত জমিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গেজেটে সরকারি সম্পত্তি বলে গেজেট প্রকাশ করা হলেও এরা প্রায় দীর্ঘদিন দখল করে রেখেছে ।
এমন সূত্র ধরে সাংবাদিক মানসুরা আক্তার কাকলি দৈনিক আমাদের সংবাদ সহ রাজধানী টিভির আরমান সেখানে তথ্য সংগ্রহ করার জন্য যায়।
তাদের ইজিবাইক থেকে নামতে দেখেই দৌড়াইয়ে এসে বেধরক ভাবে মারধর সহ আঘাত করে রতন সহ তার বাহিনী।
সেই সাথে সাংবাদিক মানসুরা আক্তার কাকলীর গলায় থাকা (০৫) আনা ওজনের স্বর্নের চেইন ও সংবাদ সংগ্রহের জন্য একটি ক্যামেরা জোরপূর্বক ভাবে ছিনিয়ে নেন ভূমিদস্যু মজিবর ও রাতুল ।
এবিষয়ে জানতে মজিবুর রহমান ও তার ছেলে রাতুলের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।
প্রসঙ্গ একজন নারী সাংবাদিকের শরীরে হাত উঠিয়ে মারধর ও লাঞ্ছিত করায় ক্ষুব্ধ সাংবাদিক সমাজ।
মারধরের ঘটনায় সঠিক বিচার না পেলে বৃহত্তর মানববন্ধনের হুঁশিয়ারি দেন ভুক্তভোগী সাংবাদিক কাকলি আক্তার।
উপরোক্ত বিষয়ে কাশিমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী সাংবাদিক।
এবিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন কাশিপুর থানার উপ পরিদর্শক অভিযোগ তদন্ত কারী কর্মকর্তা এস আই হানিফ।