অবৈধভাবে ফরায়েজী কোম্পানি করছে পণ্য নকল, ভোক্তা অধিদপ্তর এবং পরিবেশ অধিদপ্তর জানার পরও উৎপাদন সচল

বিশেষ প্রতিনিধি গাজী মামুন :

সারাদেশে ভোক্তাদের বিভিন্ন হয়রানির শিকার হওয়া সাধারণ মানুষের জন্য সরকার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চালু করেন, আর এই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন চালু হওয়ার পরে ভোক্তারা সুফলও পেতে শুরু করেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চালু হওয়ার পরে দেশে বাজার মনিটরিং করার কারণে কমে এসেছে খাদ্যে ভেজাল।

পণ্যের মূল্য তালিকা, সরকার নির্ধারিত দামে পণ্যের বিক্রয় সহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ভোক্তা অধিদপ্তরের প্রতি, দিন দিন মানুষের আস্থা বেড়ে চলেছে। কিন্তু বেশ কিছু অবৈধ কলকারখানা বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য নকল করার কার্যক্রম সাংবাদিকদের মাধ্যমে ভোক্তা অধিকারের কর্মকর্তাদের কাছে পৌঁছায়, পৌঁছানোর পরে, কেন সে বিষয়গুলো তারা কর্ণপাত করেন না, সেটা আমাদের বোধগম্য নয়।

যেমনটি চলছে গাজীপুর মহানগরীর ৩৫ নং ওয়ার্ডের বটতলা রোডে ফরায়েজী ওয়াশিং পাউডার, ফরায়েজী প্রতিষ্ঠানকে বেশ কিছুদিন আগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পন্য নকল করার কারণে এবং ল্যাব না থাকায় তাদেরকে জরিমানা করে প্রতিষ্ঠানটিকে সিলগালা করেছিলেন।

অল্প কিছুদিন বন্ধ থাকার পরেই ফের চলতে থাকে এই প্রতিষ্ঠান, তবে এসব নিম্নমানের ওয়াশিং পাউডার ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ, এই প্রতিষ্ঠানটিতে নেই অগ্নি নির্বাপকের কোন ব্যবস্থা, ফলে যে কোন মুহূর্তে দুর্ঘটনার ঘটলে দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

ফরায়েজী ওয়াশিং পাউডার প্রতিষ্ঠানটির আশেপাশে রয়েছে গণবসতি এবং শিক্ষা প্রতিষ্ঠান, এসব প্রতিষ্ঠান গুলোর বিষয়ে পরিবেশ অধিদপ্তর এবং ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তাদের কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহবান করেছেন সমাজ সচেতন মহল।

Leave a Reply