নান্দাইলে রাইস ট্রান্সপ্লানটারের মাধ্যমে বোরো ধানের চারা রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন।

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে রাইস ট্রান্সপ্লানটারের মাধ্যমে বোরো ধানের চারা রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন ও ২০২৩/২৪ অর্থ বছরের সমন্বিত ব্যাবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিীকরণ প্রকল্পের আওতায় জমির যৌথ স্যার ব্যবহারকারী কৃষক উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) চন্ডীপাশা ইউনিয়ন পরিষদে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে,উক্ত প্রশিক্ষণ অনিষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেদৌসীর সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মাসুদের সঞ্চালনায় উক্ত অনিষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার আতিকুর রহমান,চন্ডীপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক ভূইয়া,উপ-সহকারী কৃষি অফিসার কামাল হোসেন,উপ-সহকারী কৃষি অফিসার সুমন মিয়া,কৃষক শফিকুল ইসলাম সহ প্রমুখ।

এসময় অত্র এলাকার উপকারভোগী কৃষক কৃষাণী সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply