কয়েক বছর রাস্তায় থাকার পর অসহায় মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা হয়

নিজস্ব প্রতিবেদকঃ

অবশেষে কয়েক বছর রাস্তায় থাকার পর বঙ্গ ফাউন্ডেশনের পক্ষ থেকে মানবিক রাজনীতিবিদ খিলখেত ৯৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের এর সাধারণ সম্পাদক জনাব আমিনুল কাজীর সর্বাত্মক সহযোগিতায় এবং বঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহ রফিকুজ্জামান মিথুনের চেষ্টায় অসহায় মাকে তুলে নিয়ে রেখে আসা হয় আপন নিবাস বৃদ্ধাশ্রমে।

অসহায়দের পাশে আমরা, এই শ্লোগান বরাবরের মতো সামনে রেখেই মানবিক কাজ করে চলছে বঙ্গ ফাউন্ডেশন। এ ব্যাপারে শাহ রফিকুজ্জামান মিথুন বলেন, প্রতিটি মানুষের উচিৎ মানবিক হওয়া। প্রতিটি রাজনৈতিক ব্যক্তিদের দেশ ও দশের প্রতি মানবিক হওয়া। জনাব আমিনুল কাজী এর দৃষ্টান্ত প্রতিফলন। এর আগেও অনেক মানবিক কাজে জনাব আমিনুল কাজীকে পাওয়া গেছে।

এই অসহায় মা ক্ষিলখেত বাজারের আশেপাশে রাস্তার পাশে থাকতেন। স্বামী মারা যাওয়ার পর মানসিক ভাবে অনেক দূর্বল হয়ে পড়েন। জনাব আমিনুল কাজী অনেক চেষ্টা করেছেন এই অসহায় মাকে ভালো কিছু করে দিতে, কিন্তু মানসিক ভারসাম্যহীন হওয়ায় সেটা আর সম্ভব হয়নি।

অবশেষে বঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহ রফিকুজ্জামান মিথুনের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়। বঙ্গ ফাউন্ডেশনের সভাপতি জনাব রাসেল মিয়া হৃদয় অসুস্থ থাকার কারনে আসতে না পারলেও নিয়মিত যোগাযোগ করেছেন এবং পরামর্শ দিয়েছেন।

ক্ষিলখেত ৯৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব আমিনুল কাজী বলেন, আমি আমার রাজনৈতিক জীবনে কোন চাওয়া নেই, চাই দেশ ও দশের মানুষ যেন ভালো থাকে। মানবিক গুনাবলী বিদ্যমান থাকলে আমি মনে করে একজন আদর্শ রাজনীতিবীদ হওয়া সম্ভব।

Leave a Reply