বশির আলম
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়ার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছেন
তিতাস গ্যাস টি অ্যান্ড ডি পিএলসি এবং জোনাল বিপনণ অফিস(জোবিঅ) টঙ্গী , গাজীপুর। এ সময় অবৈধভাবে অতিরিক্ত চুলা ব্যবহারকারীর রাইজার খুলে নেওয়া ও বকেয়া বিল থাকার কারনে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
বুধবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশন ৫৪নং ওয়ার্ডের আউচ পাড়া, খাঁ পাড়া, বন্ধন নিবাস এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে এ অভিযান চালানো হয়।
সারাদিনব্যাপী তিতাস গ্যাস টি এন্ড ডি পিএলসি
জোনাল বিপনণ অফিস(জোবিঅ) টঙ্গী
একযোগে পাঁচটি টিমের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বিশেষ অভিযানে ১৫ লক্ষ ২০ হাজার টাকা বকেয়া থাকায় ১৪ টি বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অতিরিক্ত চুলা ব্যবহারের জন্য ১৭ টি বাড়ির ১০৪ টি ডাবল চুলা এবং ১টি সিঙ্গেল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং সম্পূর্ণ অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহারের জন্য ৮ বাড়ির রাইজারের সংযোগ কিল করা হয়।
উক্ত অভিযানে তিতাস গ্যাস টি এন্ড ডি পি এল সি এর উপব্যবস্থাপক আমজাদ হোসেন জানান,
অবৈধ সংযোগের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।