আটপাড়ায় নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ফায়ার সার্ভিসেরঅগ্নি নির্বাপণ মহড়া ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

সৈয়দ সময় ,নেত্রকোনা :

নেত্রকোনার আটপাড়ার সুখারী ইউনিয়নের নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর আয়োজনে জনসচেতনতামূলক অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয়
প্রাঙ্গনে এ মহড়া অনুষ্ঠিত হয়। স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীসহ স্থানীয়রা এ মহড়ায় অংশগ্রহণ করেন।

এই সময় আগুন নিভানো যন্ত্রের ব্যবহারবিধি ও প্রকারভেদ, যন্ত্র ব্যবহারে সতর্কতা, আগুন নিভানোর জন্য বিভিন্ন ধাপে করণীয়, সর্বোপরি অগ্নিকাণ্ডরোধে নানান পদক্ষেপ বিষয়ে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয়। একই সাথে হাতের কাছে থাকা ভেজা কম্বল বা বস্তা, ছোট বালতি দিয়ে কীভাবে সহজে আগুন নিভানো যায় তার প্রশিক্ষণ দেওয়া হয়।

পরে ঘণ্টাব্যাপী প্রত্যক্ষভাবে অগ্নি-নির্বাপণের বিভিন্ন মহড়া প্রদর্শনীতে ফায়ার ফাইটার, ভলানটিয়ার ও স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীসহ কর্মচারীদের অংশ গ্রহণে প্রঞ্জল মহড়া হয়ে ওঠে।

মহড়ায় নেতৃত্ব দেন আটপাড়া উপজেলা ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স এর লিডার
মোস্তাফিজুর রহমান।

অগ্নিনির্বাপণের বিভিন্ন বিষয় তুলে ধরে শিক্ষার্থীসহ সবার উদ্দেশ্যে বক্তব্যে দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নাজমুল করিম হীরা,
সহকারী শিক্ষক আবু সায়েম, আজিজুল হক,
সঞ্জিত কুমার মহলানবিশ, লাকী সুলতানা,
মো.মনিরুজ্জামান, জয়ন্ত কুমার বণিক,
খলিলুর রহমান সোহাগ, সোহেল উদ্দিন, রহুল আমিন,
তপন দেবনাথ, মোয়াজ্জেম হোসেন, জয় সোম প্রমুখ।

Leave a Reply