ভূমি দস্যু সাইফুল ইসলামের অত্যাচার দিশাহারা হেনার পরিবার

স্টাফ রিপোর্টার ঃ

গাজীপুর মহানগর শ্রীপুর থানার অন্তগত কেওয়া পশ্চিম খন্ড পূর্ব ৬ বছর ধরে ব্যবহিত শাখা সড়কে ইটের গাঁথুনি দিয়ে রাস্তা বন্ধ করার অভিযোগ পাওয়া গেছে সাইফুল ইসলাম এর বিরুদ্ধে।

সরে জমিনে গিয়ে দেখা যায় ভুক্তভোগী মোছাঃ হেন আক্তার ( স্বামী মোঃ আলী আহম্মদ পরিবারের করুন দুর্দশা।
মোছাঃ হেনা আক্তার কান্না জরিতকন্ঠে এ প্রতিবেদক কে বলেন, আমি গত ০৯/১/২০২৪ তারিখে ২০৫ নং এওয়াজ পরিবর্তন দলিল মূলে ৭নং কেওয়া মৌজা এস এ ৯৯৪ আর এস ১২১৫ নং খতিয়ানে এস এ ৭২২ ও আর এস ২০৩৭ নং দাগের কাতে ৩. ৫০ শতাংশ এই জমি ক্রয় করি।

পরে দলিল মূলে মালিক হইয়া উহাতে ব্লাড বাসা নির্মাণ করিয়া শান্তিপূর্ণভাবে ভোগ দখলে নিয়ত আছি। উল্লুখ্য যে উক্ত দলিলে জমিনে চলাচলের ৫ ফুট রাস্তা উল্লেখ রহিয়াছে। কিন্তু উক্ত বিবাদীরা অন্যায় ভাবে লাভবান হওয়ার আশায় বর্ণিত জমি জবর দখল করিয়া নেওয়ার জন্য বিভিন্ন উভয়বিধ অবশেষে লিপ্ত থাকিয়া রাস্তা বন্ধ করিয়া দেওয়ার জন্য প্রকাশ্য খুন জখম ভয় ভীতি ও হুমকি দিয়ে আসিতে থাকে এরই ধারাবাহিকতা গত ইংরাজি ১০ /৯ /২০২৪ তারিখে দশটার সময় ১! সাইফুল (৩০) ২! মোঃ কামাল (৩৩) পিতা আজম আলী সাং কেওয়া পশ্চিম খন্ড থানা শ্রীপুর জেলা গাজীপুর সহ আরো অজ্ঞাত নমা ৭ -৮ জন লাঠি লোহার রড ইত্যাদি অস্ত্রশস্ত্র নিয়া আমার বসতবাড়ির সম্মুখে উল্লেখিত রাস্তার লেখা থাকা সত্ত্বেও বিবাদীরা অন্যায় ভাবে জোরপূর্বক বাড়িতে চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করিয়া দেয় আমি প্রতিবাদ করলে বিবাদীরা আমাকে অশ্লীল ভাষায় গালিগালসহ মারপিট করতে উদ্বত্য হইয়া খুন জখমের হুমকি দিয়া জমি হইতে তাড়ায়া দেয়।

বর্তমানেও বিবাদীরা আমার রাস্তা ঠিক বন্ধ কইরা দেয় আমি প্রতিবাদ করলে বিবাদীরা আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ মারপিট করতে চায় রাস্তা বন্ধ থাকার কারণে আমি ও আমার পরিবার লোকজন বাড়িতে চলাচল করিতে ব্যাপক এবং আমরা বাড়ি থেকে বাহির হইতে পারতেছি না ঘটনার বিষয় স্থানীয় গণ্যমান্য লোকজনকে জ্বালাইয়া স্থানীয়ভাবে থানায় আসিয়া অভিযোগ করতে বিলম্ব হইল।

Leave a Reply