সৈয়দ সময় , নেত্রকোনা :
কর্ম সংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রচেষ্টাও সমাজের সুফল বয়ে আনতে পারে। সুযোগ ঘটে বেকার সমাধানের। বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প করপোরেশন
( বিসিক ) এইসব উদ্যোক্তাদের জায়গা আবাসন ও প্রণোদনা দিয়ে এলাকাভিত্তিক
সহযোগিতার করে আসছে। নেত্রকোনা বিসিকে তেমনি একটি প্রতিষ্ঠান গ্রীণ স্টার
ক্যামিকেল এন্ড কনজ্যুমার প্রোডাক্ট ২০১৭
সালে নেত্রকোনা সদর উপজেলার রাজেন্দ্রপুরে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প করপোরেশন ( বিসিক ) শিল্প নগরীতে
উৎপাদনমুখী কার্যক্রম শুরু করে।
ম্যালেরিয়া ,ডেঙ্গু ও চিকনগুনিয়ার মরক থেকে রক্ষা পেতে গ্রীণ স্টার তাদের স্বাস্থ্য সহায়ক প্রোডাক্টের মধ্যে ধূপ , হাঙ্গার এটম কিং , কুড়ি পাতা ও গুরুদেব নামে চারটি ব্যান্ডে মশার কয়েল করে আসছে ।বাজারে
এই কয়েলের চাহিদা রয়েছে। নেত্রকোনা ছাড়াও ০৭ টি জেলায় এই কয়েলের ভোক্তা দিন দিন বাড়ছে বলে জানান, গ্রীণ স্টার
ক্যামিকেল এন্ড কনজ্যুমার প্রোডাক্ট এর
প্রতিষ্ঠাতা পরিচালক,কর্ণধার ও উদ্যোক্তা সুজিত সাধ্য । তিনি আরো বলেন, স্বাস্থ্য সম্মত বিধিমালা অনুযায়ী কয়েল উৎপাদনে গ্রীণ স্টার অঙ্গীকারাবদ্ধ । মানুষের যাতে শ্বাসকষ্ট বা শারীরিক কোন ধরনের ক্ষতি না করে সেদিকে লক্ষ্য রেখে কেমিস্টদের মাধ্যমে মানমাত্রা ঠিক রেখে প্রতি দিন উৎপাদ করে যাচ্ছে । শিশু শ্রমিকবিহীন বিভিন্ন পর্যায়ে ৩৫ জন সদস্য এই প্রতিষ্ঠানে কাজ করছে। পাইকারি ও ডিলারের মাধ্যমে বাজারে বিক্রি করা হচ্ছে।
কর্মরত শ্রমিকরা জানান , আমারা নিয়মিত উৎপাদনমুখী কাজ করছি । তবে বর্তমানে বাজারদরে এই বেতনে সংসার আর চলে না।
আমাদের অনেক কষ্ট করে চলতে হচ্ছে ।
প্রতিষ্ঠানের মালিক ও পরিচালকের নিকট
আমাদের চলতে বেতন ভাতা বৃদ্ধি করতে কার্যকরি ব্যবস্থা গ্রহণ করতে সুদৃষ্টি কামনা করছি ।