গাজীপুর মহানগরীতে জাল টাকা সহ আটক এক নারী

গাজীপুর প্রতিনিধি


গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ) এর অভিযানে জাল টাকা বিক্রয় চক্রের এক নারী সদস্যকে গ্রেফতার ও ৪ লক্ষ ৯৪ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছেন। 

শনিবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ২ টার সময় এক প্রেসবিজ্ঞপ্তিতির মাধ্যমে এসব তথ্য জানান, জিমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো: আকবর হোসেন। তিনি জানান,শুক্রবার (১৫ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর বাসন থানাধীন বাড়িয়ালী উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আসামী হলেন মোছাঃ সালমা বেগম(৪৩) বাগেরহাট জেলার সদর থানার আতাইকাটি গ্রামের মৃত শেখ আবু তালেবের মেয়ে এবং আলমের স্ত্রী।

প্রেস বিজ্ঞপ্তিতে বলেন আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীর সহযোগী এক পলাতক আসামীর সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ বাগেরহাট জেলা হইতে জাল টাকার নোট সংগ্রহ করে আনেন এবং বাসন থানা এলাকা সহ আশপাশের এলাকায় জাল নোটের কারবার করে থাকেন। উক্ত আসামীর নামে ইতোপূর্বেও জাল টাকা বিক্রয় করায় তার বিরুদ্ধে ডিএমপি, ঢাকার রমনা থানায় মামলা রয়েছে, মামলা নং-২৮ তাং-২২/০৩/২০২২; ধারা ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক রুজু হয়। যাহা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। ধৃত আসামীসহ পলাতক আসামীর বিরুদ্ধে বাসন থানার মামলা নং-১৭, তারিখ- ১৬/১১/২০২৪ইং, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক রুজু করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার জানান, তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামী তার সহযোগী অপরাপর পলাতক আসামীর সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ বাগেরহাট জেলা হইতে জাল টাকার নোট সংগ্রহ করিয়া বাসন থানা এলাকাসহ আশপাশের এলাকায় জাল নোটের কারবার করিয়া থাকে। এর আগেও তার বিরুদ্ধে জাল টাকা বিক্রয় করায় ডিএমপির ঢাকার রমনা থানায় মামলা রয়েছে। তিনি আরো জানান, তার বিরুদ্ধে জিএমপি বাসান থানায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply