ঈদগাঁওতে গণশৌচাগার না থাকায় বিপাকে নারী-পুরুষরা


এম আবুহেনা সাগর,ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজারের নবগঠিত উপজেলার প্রধান বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে দীর্ঘকাল ধরে গণশৌচাগার নেই। যাতে করে,বিপাকে পড়েন বাজারে আগত নারী-পুরুষরা। জানা যায়, দক্ষিন চট্রলার বৃহৎ ঈদগাঁও বাজারে সপ্তাহে দুইদিন হাট বসে। দুইদিনই সাধারণত বাজারে লোকজনের সংখ্যা বৃদ্ধি পায়।

ঈদগাঁও ইউনিয়ন পরিষদ, জালালাবাদ ইউনিয়ন পরিষদ,কাজী অফিস, ভূমি অফিস, ব্যাংক, বীমা, মাছ- তরকারি বাজার ও শপিং মলে আগত বৃহৎ এলাকাসহ দূরবর্তী পুরুষ মহিলাদের আনাগোনা একটু বেশি থাকে। বিশেষ করে, উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের প্রত্যন্ত পাড়া-মহল্লা থেকে বাজারে আসা মহিলাদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। ঈদগাঁও বাজার এলাকার কোথাও নেই জনগনের জন্য নির্মিত পাবলিক টয়লেট। এতে নানান দুর্ভোগে শিকার হতে হচ্ছে বাজারমুখী নারী-পুরুষদেরকে। জরুরী প্রয়োজনে টয়লেট না থাকায় বিপাকে পড়তে হয় মহিলাদেরকে।

ঈদগাঁওর লাকড়ী বাজার সংলগ্ন পাবলিক লাইব্রেরীর লাগোয়া কয়েকটি টয়লেট থাকলেও সেগুলো প্রায় সময় বন্ধ রাখা হয়। বাজারবাসীর জন্য এটিও উম্মুক্ত নেই। লাইব্রেরীর দায়িত্বশীল রাসেলের সাথে কথা হলে তিনি পাবলিক লাইব্রেরীতে যারা অনুষ্ঠান বা মিটিং করতে আসে তারা টয়লেট ব্যবহার করতে পারে। তবে বাজারে আগত লোকজনের জন্য এ টয়লেট উম্মুক্ত নন বলেও স্বীকার করেন।

বাজারে আসা শামসু,আবু তাহেরসহ বেশ কজনের সাথে কথা হলে তারা জানান, দক্ষিন চট্রলার বৃহৎ একটি বাজারে গনশৌচাগার বা পাবলিক টয়লেট না থাকা অত্যান্ত দু:খজনক।

সচেতন মহল জানান, এ বাজারে জনগনের জন্য পাবলিক টয়লেট নির্মাণ করে দুর্ভোগ দুর করার আহবান। সে সাথে দূরদূরান্ত থেকে আগত ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে টয়লেট নির্মাণের দাবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।

Leave a Reply