দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী জেলার দুমকি উপজেলার, পায়রা, পাণ্ডব, লোহালিয়া, নদীতে টানা ২২ দিনের জন্য প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা বন্ধ রেখেছে সরকার, কিন্তু সরকার জেলেদের মাছধরা বন্ধ থাকায় চাল দেয়, তারপরেও হুমড়ি খেয়ে নিষেধাজ্ঞ অমান্য করে তিন নদীতে যে সব এলাকায় মাছ ধরে, মুরাদিয়া,কদমতলা পাতাবুনিয়া, বাহিরচর, লেবুখালী, আলগি , ধোপার হাট, হাজিরহাট, চান্ধ খালি, এসব এলাকায় নিষেধাজ্ঞ অমান্য করে জেলেরা মা ইলিশ শিকারে ব্যস্ত, চুরি করে বিভিন্ন এলাকায় মাছ, বিক্রি করে চড়া দামে তাই মৎস্য বিভাগ,উপজেলা প্রশাসন, পুলিশ যৌথ উদ্যোগ টহালরত অবস্থায়, জেলেরা জোট বদ্ধ ভাবে প্রশাসনকে ধাওয়া করলে, আজ বৃহস্পতিবার সেইসব জেলেদের আটক করে উপজেলায় নিয়ে আসে, ১৪ জন জেলেকে আটক করা হয়েছে, বিকেলে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪ জেলেদের সাজা দিবে না জরিমানা করবে এটা পরে জানা যাবে।