কুষ্টিয়ায় চিকিৎসা ব্যয় কমানোর দাবিতে মানববন্ধন

হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি

চিকিৎসকের ফি, ওষুধ ও টেস্টের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, কুষ্টিয়া জেলা শাখা।


আজ রবিবার বেলা ১১টায় শহরের কলেজ মোড়ের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।


সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট শামিম উল হাসান অপুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জাতীয় পার্টি (কাজী জাফর) কুষ্টিয়া জেলা সভাপতি হাফিজুর রহমান লালু, বিজেপির জেলা সদস্য সচিব কে এম জাহিদ, স্বেচ্ছাসেবক দলের নেতা সোহেল রানা, শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রিংকু, সমাজসেবক আবু মনি সাকলায়েন এলিনসহ আরও অনেকে।


অ্যাড. অপু বলেন, দেশের অধিকাংশ মানুষই চিকিৎসা ব্যয় বহনে সক্ষম নয়। ভিজিট, ওষুধ ও ডায়াগনস্টিক খরচ প্রতিনিয়ত বাড়ছে। অতিদ্রুত ডাক্তারদের জন্য সর্বোচ্চ ৫০০ টাকা ফি নির্ধারণ করে একটি নীতিমালা প্রণয়ন করা জরুরি। দরিদ্র ও অসহায়দের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও থাকতে হবে।

Leave a Reply