সৈয়দ সময় , নেত্রকোনা :
নেত্রকোণায় নার্সারীর জগতে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে মায়ের দোয়া নার্সারি।নেত্রকোণার সদর উপজেলার বাংলা ইউনিয়নের কান্দুলিয়ায় মোঃ শাহীন মোল্লা খান বছর খানেক আগে ইউনিভার্সিটি সংলগ্ন এই নার্সারিটি প্রতিষ্ঠা করেন। এই অল্প সময়েই নার্সারিটি চারাগাছ সরবরাহে সাড়া জাগিয়েছে। মায়ের দোয়া নার্সারির প্রধান শাখা সাভারের আশুলিয়ার পাড়া গ্রামে অবস্থিত।
সারাদেশে এর ১৮ টি শাখা রয়েছে। নেত্রকোণার মায়ের দোয়া নার্সারিতে ২৫০০ প্রজাতির ৩০,০০০ এর উপরে চারা আছে। এতে বনজ,ফলজ,ঔষধি ও শোভাবর্ধক বিভিন্ন জাতের ফুলের চারা আছে।মায়ের দোয়া নার্সারির স্বত্বাধিকারী মোঃ শাহীন মোল্লা খান বলেন, আমি স্বল্প খরচে মানসম্মত চারা ক্রেতাদেরকে সরবরাহ করছি। তাই অল্প সময়েই হয়তো তাদের মনে পৌঁছাতে পেরেছি।
এছাড়া আমরা বিভিন্ন বৃক্ষ মেলায় অংশগ্রহণ করে থাকি এবং বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার অর্জনে সক্ষম হয়েছি।আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
বৃক্ষপ্রেমীদের মতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আর্থিক প্রণোদনা ও সহযোগিতা পেলে এই ধরনের নার্সারির কার্যক্রম আরো গতিশীলতা পাবে।