সৈয়দ সময় , নেত্রকোনা :
নেত্রকোনা পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের গভর্নিং বডির নতুন এডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। নতুন কমিটিতে সভাপতি পদে মোহাম্মদ মাসুদুর রহমান খান (মুকুল) ও বিদ্যুোৎসাহী সদস্য হিসেবে মোহাম্মদ ওবাইদুল আল মাসুম (খোকন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত হয়েছেন।
ফলে অদ্য মঙ্গলবার ৮ অক্টোবর ২০২৪ ইং অত্র কলেজের নবগঠিত গভর্নিং বডির সভাপতি ও সম্মানিত সদস্যবৃন্দদের কলেজ কর্তৃক সংবর্ধনা প্রদান প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীরা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ও ফুলের ত্বোরা দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি, আলহাজ্ব আবু তাহের তালুকদার সাবেক তিন বারের সাধারণ সম্পাদক নেত্রকোনা জেলা বি এন পি,সাবেক জি এস নেত্রকোনা সরকারী কলেজ ও পূর্বধলা আসনের আগামীর ধানের শীর্ষের কাণ্ডারী।
মোহাম্মদ মাসুদুর রহমান খান (মুকুল) কলেজের গভর্নিং বডির সভাপতি ও মোহাম্মদ ওবাইদুল আল মাসুম (খোকন) গভর্নিং বডির বিদ্যোৎসাহী ও নতুন পরিচালনা পরিষদ কমিটিকে।
পরে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান খন্দকার ও সঞ্চালনা করেন মোঃ সালমান রহমান পল্লব আহ্বায়ক পূর্বধলা উপজেলা ছাত্রদল।
প্রধান অতিথি আলহাজ্ব আবু তাহের তালুকদার তার বক্তব্যে বলেন,পূর্বে শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজে শিক্ষক ও কর্মচারী নিয়োগে অনেক দুর্নীতি হয়েছে,টাকার বিনিময়ে অদক্ষ শিক্ষকদের আওয়ামীলীগ সরকারের নেতাকর্মীরা নিয়োগ দিয়েছে। ভবিষ্যতেও সে কাজ করতে আর কাউকে দেওয়া হবে না।
ভাল শিক্ষক ছাড়া কোন কলেজের ছাত্রছাত্রীরা ভাল রেজাল্ট করতে পারে না।
পরবর্তী সময়ে ভাল মেধাবী শিক্ষক নিয়োগ সহ কলেজের উন্নতি ও সরকারী করণে আমি সার্বিক সহযোগিতা করবো।
নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান খান ( মুকুল) বলেন,পূর্বে এ কলেজে কি হয়েছে,সে বিষয়ে আপনারা অবগত আছেন।আমরা নতুন কমিটি কিভাবে কলেজের উন্নয়ন সহ কলেজের শিক্ষার হার বৃদ্ধি করতে পারি সে জন্য সকলের পরামর্শ ও সহযোগিতা চাই।
অনুষ্ঠানে উপস্হিত ছিল
মোঃ হাবিবুর রহমান হাবিব সিনিয়র যুগ্ম আহ্বায়ক পূর্বধলা উপজেলা বি এন পি,ফকির মোহাম্মদ ছায়েদ আল মামুন (শহীদ) যুগ্ম আহ্বায়ক পূর্বধলা উপজেলা বি এন পি,মোঃ আনোয়ার হোসেন খান সুপল্লব ল্মোঃ মনোয়ার হোসেন সোহেল প্রচার ও প্রকাশনা সম্পাদক পূর্বধলা উপজেলা বি এন পি,মোঃ এনায়েত কবির যুগ্ম আহ্বায়ক পূর্বধলা উপজেলা যুবদল,এম এ খোকন আকন্দ যুগ্ম আহ্বায়ক পূর্বধলা উপজেলা যুবদল,মোঃ রফিকুল ইসলাম তাং গৌরীপুর উপজেলা যুবদল,
মোঃ আল ইমরান সিনিয়র যুগ্ম আহ্বায়ক গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল ও সাবেক সহ সভাপতি গৌরীপুর উপজেলা ছাত্রদল,মোঃ জানে আলম জনি সহ সভাপতি নেত্রকোনা জেলা ছাত্রদল, মোঃ মনিরুজ্জামান মানিক সদস্য সচিব গৌরীপুর উপজেলা ছাত্রদল বিএনপি নেতা গোলাম মোস্তফা বাচ্চু,সহ পূর্বধলা উপজেলা ও গৌরীপুর উপজেলার বি এন পি ও তার বিভিন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
হাফেজ জিয়াউর রহমান কলেজটি ১৯৭২ সালে শ্যামগঞ্জ বাজারে প্রতিষ্ঠিত হয়। যা ১৯৯৮ সালে ডিগ্রী কলেজে উন্নীত হয়।বিগত ২০১৬ ও ২০১৮ সালে শিক্ষা মন্ত্রণালয় পরিচালিত শিক্ষা সপ্তাহের জরিপ অনুযায়ী পূর্বধলা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হয় অত্র কলেজটি।
উল্লেখ্য শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মাসুদুর রহমান খান (মুকুল) তিনি মরহুম হাফেজ জিয়াউর রহমান খানের পুত্র, ও গভর্নিং বডির বিদ্যোৎসাহী মোহাম্মদ ওবাইদুল আল মাসুম (খোকন) পূর্বধলা উপজেলা বি এন পির যুগ্ম আহ্বায়ক, ও গোহালাকান্দা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ফকির মোহাম্মদ ছায়েদ আল মামুন (শহীদ) ফকির ।