সৈয়দ সময় , নেত্রকোনা :
“রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন” শ্লোগানে ভারতে রাসূল (ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার (৭ অক্টোবর) দুপুরে ধর্মপ্রাণ মুসলিম ছাত্র ও জনসাধারণের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হয়ে বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদেই এসে প্রতিবাদ সমাবেশে পরিণত হয় ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে ধর্ম যার যার উৎসবও তার দুর্গা পূজাকে সার্বজনীন বলা যাবে না,
বিধায়ক রানের সর্বোচ্চ শাস্তি চাই -এমন বিভিন্ন শ্লোগানে
ইসলাম ধর্ম এবং রাসুল্লাহ সাঃ এঁর অবমাননার প্রতিবাদে মুখরিত হয়ে ওঠে চারপাশ ।
মিছিল শেষে বক্তারা বলেন, আখেরী নবী হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাদের প্রাণের থেকেও প্রিয় । উনার পবিত্র শানে বিন্দু থেকে বিন্দুতম বেয়াদবী আমরা মেনে নেব না। পৃথিবীর যে প্রান্তেই সে কটূক্তিকারী থাকুক, তার একমাত্র শরঈ শাস্তি মৃত্যুদণ্ড । সারা বিশ্বের মুসলমানদের পক্ষে আমরা চাই অবিলম্বে সেই সেই কুলাঙ্গারকে গ্রেফতার করে তার শরঈ শাস্তি জারি করা হোক ।
উল্লেখ্য চলতি মাসের প্রথম সপ্তাহে এক ধর্মীয় সভায় ইসলাম ধর্ম এবং রাসুল্লাহ সাঃ এঁর সম্পর্কে বিতর্কিত পুরোহিত রামগিরি ও মন্ত্রী নিতেশ রানে কর্তৃক অবমাননাকর মন্তব্য করে বলে জানা যায় বিভিন্ন সূত্রে ।