নেত্রকোণায় তিনদিন ব্যাপী “যুব ফোরামের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ ” অনুষ্ঠিত

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

নেত্রকোণায় সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় এবং আস্থা প্রকল্পের আয়োজনে তিনদিন ব্যাপী “যুব ফোরামের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ ” এর সমাপনী হয়েছে।

শুক্রবার (০৪ অক্টোবর) শেষ হল ময়মনসিংহ ক্লাস্টার -৬ এর নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলা যুব ফোরামের তিন দিনব্যাপী “সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক “যুব ফোরামের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ “।

বুধবার থেকে শুরু হয়ে শুক্রবার পর্যন্ত (০২-০৪ অক্টোবর) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের সার্টিফিকেট প্রদান করেন নেত্রকোনার স্বাবলম্বী উন্নয়ন সমিতির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল,নেত্রকোনা জেলা নাগরিক ফোরামের আহবায়ক অধ্যাপক হারাধন সাহা, নেত্রকোণা জেলা নাগরিক ফোরামের সদস্য সঞ্চয় সরকার।

উক্ত প্রশিক্ষণে কলমাকান্দা উপজেলা যুব ফোরাম এর ৩০ জন সদস্য অংশগ্রহণ (ছেলে-১৭, মেয়ে-১৩) করেন।

উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আস্থা প্রকল্পের ক্লাস্টার কো-অর্ডিনেটর খালেদ এহতেশাম, মনিটরিং অফিসার অনন্যা জ্যোতি, জেলা সমন্বয়কারী সাবিনা ইয়াছমিন ও মাঠ কর্মকর্তা ঝলক সরকার প্রমূখ।

Leave a Reply