ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীণ হাউস ইফেক্ট লিমিটেডের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, উখিয়া:

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীণ হাউস ইফেক্ট লিমিটেডের তিন বছর মেয়াদী কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অনুমোদন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২ টায় উখিয়া উপজেলার পালংখালী বাজারস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনের বিভিন্ন বিষয়ের ওপর দিকনির্দেশনামূলক আলোচনা করেন, ডা. আজিজু উল্লাহ এম নুরুজ্জামান ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীণ হাউস ইফেক্ট লিমিটেড এর সিনিয়র উপদেষ্টা।

ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীণ হাউস ইফেক্ট লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুর কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহাসচিব সুভাষ চাকমা, সিনিয়র মহাসচিব মো. জসিম উদ্দিন, অর্থ সচিব মোজ্জাম্মেল হক কুতুবী, আইসিটি তথ্য ও যোগাযোগ সচিব মো. সাগর, উদ্ভিদ গবেষক সম্পাদক, নিশাত নওরীন শিমু, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া গোলাপ, আইন বিষয়ক সম্পাদক ছৈয়দ আসছার আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মো. খবির উদ্দিন, পররাষ্ট্র বিষয়ক সম্পাদক মোঃ সামিউল আলম খান, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে সালমা, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক সৈয়দ আইনুল হক, পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক জগন্নাথ চন্দ্র ভৌমিক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন প্রমূখ।

এসময় ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীণ হাউস ইফেক্ট লিমিটেড এর প্রতিষ্ঠা চেয়ারম্যান নুর কামাল বলেন আমরা জাতী সংঘ থেকে সংস্থার নামে রেজিষ্ট্রেশন পেয়েছি, জাতী সংঘ এনজিও ব্রাঞ্চের মেম্বার শিপ করেছেন,বছরের লাস্টের দিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ার লেবার কমিশন সর্বনিম্ন ১০০ লেবার নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান।
আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জলবায়ু নিয়ে কাজ করা অক্টোবরের মধ্যে ১০ হাজার রক্ত চন্দন গাছের চারাগাছ বিতরণ করা হবে বলেন।

Leave a Reply