মেয়ের বিয়েতে গান বাজনার বদলে পবিত্র কোরআন খতমের আয়োজন গ্রাম পুলিশ হোসেন

নুরুল বশর কক্সবাজার উখিয়া :-

উখিয়া পালংখালী বৃহস্পতিবার মেহেদী অনুষ্ঠান শুক্রবার বিয়ে একটি মেয়ের বিয়ের অনুষ্ঠানে পবিত্র কোরআন খতমের আয়োজন করা হয়।
উখিয়া উপজেলার পালংখালীর একটি বিয়ের অনুষ্ঠানে গান-বাজনার পরিবর্তে কোরআন খতমের আয়োজন করেছে কন্যার পরিবার।

উপজেলার পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পালংখালী পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা এবং গ্রাম পুলিশ হোসেন আহমেদ তাঁর বড় মেয়ের বিয়ের অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার গান-বাজনার আয়োজন না করে মাদ্রাসার এতিম ২০ জন শিক্ষার্থীকে দাওয়াত দেন। বিয়ের প্যান্ডেলে পবিত্র কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করা হয়।

ব্যতিক্রমী কোরআন তেলাওয়াতের আয়োজক এবং কনের বাবা হোসেন আহমেদ বলেন,‘বিয়ে মূলত পবিত্র পারিবারিক ও সামাজিক বন্ধন। তাই, এ বন্ধনে যাতে পবিত্রতা অক্ষুণ্ণ থাকে, সেজন্যই এ উদ্যোগ। কারণ, গান-বাজনা ইসলামে হারাম। পবিত্র ও ভালো এ কাজের সঙ্গে কেন হারাম (গান-বাজনা) থাকবে। তাই, বিয়েতে হারাম পরিহার করে হালাল পন্থায় শুভকাজ সম্পন্ন করার ইচ্ছা আমাদের।’

পালংখালী রবিয়া হাফিজিয়া উলুম মাদ্রাসার শিক্ষক মো.মাওলানা জাকারিয়া বলেন, ‘এটি অবশ্যই একটি ব্যতিক্রমী আয়োজন। সবাই বিয়েতে গান-বাজনার আয়োজন করলেও হোসেন আহমেদের মেয়ের বিয়েতে তা পরিহার করে পবিত্র কোরআন খতমের যে আয়োজন করেছেন, তাতে নিঃসন্দেহে প্রশংসার দাবিদার তিনি। গান-বাজনা বিয়ের কোনো অংশ নয়, বরং তিনি কোরআন খতম দিয়ে মেয়ের বিয়ের অনুষ্ঠান করছেন, এটা ভালো কাজ। কারণ, কথায় আছে—শুরুটা ভালো হলে শেষটাও ভালো হয়। আমরা তাঁর পরিবারের জন্য দোয়া করি।’

পালংখালী ৭ নং ওয়ার্ড ইউপি’র সদস্য নুরুল হক মেম্বার বলেন, ‘প্রচলিত সংস্কৃতি হিসেবে বিয়ে মানেই উৎসব। আর, এ উৎসব মানেই গান-বাজনা। কিন্তু, সেখানে আমার গ্রাম পুলিশ হোসেন আহমেদের বাড়িতে ব্যতিক্রমী আয়োজন দেখেছি। গান-বাজনা না করিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করানো হচ্ছে। তাঁর ইচ্ছানুযায়ী তিনি যেটা করেছেন, তা ইসলামের দৃষ্টিতে শুভ ও প্রশংসনীয় কাজ।’

Leave a Reply