
মােঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে সিংড়া ইউনিয়নের গোবিন্দপুর মাঝিপাড়াতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত শান্ত ও সুমনের পরিবারের মাঝে আথিক সহায়তা প্রদান করলেন ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাত হোসেন ।
গত বুধবার বিকেলে তিনি উপস্থিত হয়ে পরিবার ২ টির মাঝে নগদ অর্থ ও খাবারের ব্যবস্থাসহ বাড়ি মেরামতের জন্য ঢেউটিন প্রদানের আশ্বাস দেন।
এ সময় তার সাথে ইউপি সদস্য গোলাম রব্বানী, উপজেলা তাঁতি দলের আহ্বায়ক রিপন মিয়া, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাসুদ চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার সময়বৈদ্যুতিক শর্ট সার্কিটে শান্ত ও সুমনের তিনটি ঘর ও ঘরে রক্ষিত মালামাল পুড়ে ভষ্মীভূত হয়।এতে পরিবার ২ টির ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকান্ডের সময় কাজের সুবাদে বাড়িতে কেউ ছিলেন না। ফলে নিমিষের মধ্যে সব কিছুই শেষ হয়ে যায়।