জাহিদুল ইসলাম, খুলনা
গত ২৬ ফেব্রয়ারি ২০২৪ তারিখ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন কাতলামারী ব্রিজের পাশে একটি অস্থায়ী চেকপোস্ট চলাকালে ড্রাম ট্রাকের মধ্যে ১১৯ বোতল ফেনসিডিল বহনকালীন ট্রাক ফেলে রেখে আসামিরা পালিয়ে যায়। উক্ত ঘটনায় র্যাব বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করে।
পলাতক আসামিদের গ্রেফতারে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত ১০ মার্চ ২০২৪ তারিখ রাত ০৮:৩০ ঘটিকার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিধানিক দল বর্ণিত মামলার পলাতক আসামি জীবন ইসলাম @ জীম (২৩), পিতা-মোঃ জিয়ারুল ইসলাম, সাং-চামনাই (আল্লারদর্গা), থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন আল্লারদর্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে উক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি উক্ত ঘটনার সাথে তারপ্রত্যক্ষ সম্পৃক্ততা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে বড় বড় মাদকের চালান কুষ্টিয়া জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ড্রাম ট্রাকযোগে ক্রয়-বিক্রয় করে আসছে। পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।।