এলাকার উন্নয়নে সব সময় কাজ করব: কাউন্সিলর কামাল খান

স্টাফ কোয়ার্টারস্টাফ কোয়ার্টার

ময়মনসিংহ ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মো: কামাল খান এলাকার উন্নয়নে সব সময় কাজ করবেন বলে এক উঠান বৈঠকে এসব কথা বলেন ।

তিনি বলেন, বিগত ৫ বছরে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি আপনাদের সেবায় কাজ করেছি। ৯ মার্চ নির্বাচনে আবারো টিফিনকারী প্রতীকে আমি আপনাদের দোয়া ও সমর্থন চাই। যাতে আমি সব সমস্যা দূর করে এলাকার এবং জনগণের সেবায় কাজ করতে পারি।

১৭ নং ওয়ার্ডের প্রতিটি এলাকা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। এজন্য সকলের সহযোগিতা আমার প্রয়োজন। বিগত দিনের কর্মকান্ড- বিবেচনা করে আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে আগামীতেও আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি।

বিগত ৫ বছরে করোনা মহামারীতে জীবনবাজি রেখে রাতদিন অসহায় মানুষের ঘড়ে ঘড়ে খাবার বিতরণ ও অর্থ প্রদান করেছি । এলাকায় ৬ তলা বিশিষ্ট নগর মাতৃ সদনের কাজ চলমান। যা ২০ শর্য্যা হাসপাতালে রুপান্তিরত হবে ।

বছরের শুরুতে শিশুদের মাঝে বই বিতরণ করেছি স্কুলগুলোতে, ওয়ার্ডের প্রতিটি এলাকায় আর সিসি রাস্তা নির্মাণ সম্পূর্ন ও কিছু কাজ চলমান। প্রতিটি বাসার ওলি গলি রাস্তা কাজ করণ, ড্রেন সংস্কার ও ঢাকনা দেওয়া পরিস্কার পরিচ্ছন্ন রাখা, বাঘমারা মেডিকেল গেইট রেলক্রসিং রাস্তা ২০ ফিট থেকে ৬০ ফিটে রুপান্তর করণ। যার ফলে যানযট নিরসনে ব্যাপক ভূমিকা রেখেছে ।

পূর্বের ন্যায় এখানে যানজট কমেছে। এলাকায় ডাসবিন মুক্ত করণ করে রাস্তাঘাট পরিস্কার ও পরিচ্ছন্ন রাখার বিষয়ে প্রতিদিন বাসা থেকে পরিস্কার পরিচ্ছন্ন কর্মীদারা ময়লা আবজনা অপসারণের ব্যাবস্থা করেছি। প্রতি সপ্তাহে ড্রেন পরিস্কার করা।

অত্র এলাকায় প্রতিমাসে মশক নিধণ ঔষুধ ব্যাবহার, এলাকার প্রতিটি ওলি গলিতে রাস্তার বাতি স্থাপন, এলাকা সিসি ক্যামেরা স্থাপন যা পর্যায় ক্রমে পুরো ওয়ার্ডে চলবে, এলাকা মাদক মুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করণ, এলাকার প্রতিটি সালিস দরবার খুব সুন্দর ও নিরপক্ষ ভাবে সমাদান করণ, সঠিক ভাবে টিসিবি পণ্য বিতরণ, প্রতিদিন রাতে বয়স্ক নারী পুরুষের শিক্ষা প্রদান, ওয়ার্ডে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ, এলাকায় বয়স্ক নারী পুরুষদের খোজ খবর নেওয়া, বাঘমারা আফাজ উদ্দিন পার্কে সৌন্দর্য বর্ধন করাসহ উন্নয়ন ধারা বজায় রাখতে তিনি দোয়া ও সমর্থন প্রত্যাশী।

Leave a Reply