সাংবাদিক জাহিদুল ইসলাম, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান
হাজারো পেশার মধ্যে সাংবাদিকতা একটি মহৎ ও সম্মানজনক পেশা। তবে এর সঙ্গে আর অন্য দশটি পেশার পার্থক্য অনেক। একজন ভালো ও পেশাদার সাংবাদিক হওয়ার জন্য কি কি প্রয়োজন?
আজকের প্রতিষ্ঠিত ও সম্মানিত সাংবাদিকদের অনেকেই বিভিন্ন বিষয়ে পড়াশুনা করে এসেছেন। ভালো সাংবাদিক হওয়ার জন্য সাংবাদিকতাই পড়তে হবে এমনটা জরুরি নয়। তবে বিষয়টি পড়া থাকলে একজনকে ভালো সাংবাদিক হতে তা অবশ্যই সাহায্য করে।
সাংবাদিক হতে হলে : সাংবাদিক হলে যেসব গুণ থাকা দরকার : ১. সিদ্ধান্ত ২. সততা ৩. ব্যক্তিত্ব ৪. ব্যবহার ৫. সাহসিকতা ৬. বস্তুনিষ্ঠতা ৭. অধ্যবসায় ৮.নিয়মানুবর্তিতা ও যোগাযোগ ৯. দায়বদ্ধতা ১০. বিচক্ষণতা বর্তমানে অধিকাংশ সাংবাদিক কে দেখা যায় জুয়ারো, মদখোর, গাঁজাখুরি, নারি কেলেঙ্কারি ইত্যাদি যোগ্যতা নিয়ে গলায় সাংবাদিকদের কার্ড নিয়ে ব্যবসা করে।
যা সাংবাদিকদের জন্য খুবই দুঃখজনক। আমি বাংলাদেশের সমস্ত সম্মানিত সভাপতি ও সম্পাদকদের কাছে আমার আকুল আবেদন সম্মানিত পেশাটাকে গাজাখোর মদখোরদের কে সাংবাদিকদের কার্ড দিয়ে পেশাটাকে কলঙ্কিত করবেন না।।