স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ প্রেসক্লাবের নির্বাহী পরিষদ-২০২৪ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘদিন পর সমঝোতার ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। এতে সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক অমিত রায়কে (বাংলাভিশন ও যুগান্তর) তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয় ।
এবং সহ-সভাপতি পদে দৈনিক আজকের খবর পত্রিকার সম্পাদক মোশাররফ হোসেন ও দৈনিক স্বদেশ সংবাদ পত্রিকার সম্পাদক জগদীশ চন্দ্র সরকারকে এবং কোষাধ্যক্ষ পতে ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমানকে মনোনীত করা হয়। চিরাচরিত রীতি অনুযায়ী ময়মনসিংহ প্রেসক্লাবের দুটি প্যানেলের সিনিয়র সাংবাদিকরা একাধিকবার বৈঠক করে সমঝোতার ভিত্তিতে এ কমিটি গঠন করে।
এর আগে নির্বাচন পরিচালনা পর্ষদের সিষ্টেম অনুযায়ী দুই পক্ষ থেকে ৮ জন করে মোট ১৬টি পদে মনোনয়নপত্র দাখিল করা হয় এবং ১৬টি পদের বিপরীতে একাধিক প্রার্থী না থাকায় নির্বাচন পরিচালনা পর্ষদ বেসরকারিভাবে ওই কমিটি ঘোষনা করেন। এরপর গত শুক্রবার চূড়ান্ত নির্বাচিত তালিকা ঘোষনা করেন ময়মনসিংহ প্রেসক্লাব নির্বাচন ২০২৪ এর রিটার্ণিং অফিসার অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামান।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, যুগ্ম-সম্পাদক পদে মো. শাহজাহান (দৈনিক স্বজন সম্পাদক), ক্রীড়া সম্পাদক পদে এম এ মোতালেব (দৈনিক খবরপত্র), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে আমিনুল ইসলাম (ডেইলি স্টার), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এ এস এম হোসাইন শাহীদ (যমুনা টিভি), নাট্য ও প্রমোদ সম্পাদক পদে মঈন উদ্দিন (দৈনিক সবুজ)।
এবং সাতজন সদস্য পদে নির্বাচিতরা হলেন- আতাউল করিম খোকন (দৈনিক যুগান্তর), অ্যাডভোকেট মো. মোজাম্মেল হক (সাপ্তাহিক লৌহিত্য), সাইফুল ইসলাম (দৈনিক নয়া দিগন্ত/মাইটিভি), মীর গোলাম মোস্তফা (বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস), নিয়ামুল কবীর সজল (দৈনিক কালের কন্ঠ), বাবুল হোসেন (৭১ টিভি/জনকন্ঠ) ও শেখ মহিউদ্দিন আহমেদ (ইত্তেফাক/ চ্যানেল আই)। পদাধিকার বলে জেলা প্রশাসক ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি। এরআগে বৃহস্পতিবার সন্ধ্যায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি ও জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।