রংপুর প্রতিনিধি:
জাতীয় পর্যায়ে ন্যাশনাল ভলান্টিয়ার এওয়ার্ড-২০২৩ অর্জন করায় কুড়িগ্রাম যুব ফোরাম ফুল দিয়ে সংবর্ধনা দিলেন আব্দুল মোমিন মহোদয়কে রংপুর বিভাগে কর্মসংস্থান সৃষ্টি ও সমাজকল্যাণে বিশেষ অবদান রাখায় রংপুর বিভাগের যুব ফোরামের সফল সাধারণ সম্পাদক নীলফামারী জেলার কৃতি সন্তান আব্দুল মোমিন মহোদয় জাতীয় পর্যায়ে ন্যাশনাল ভলান্টিয়ার এওয়ার্ড ২০২৩ অর্জন করায়।
কুড়িগ্রাম জেলা যুব ফোরামের আয়োজনে আজ ২৭ জানুয়ারী ২০২৪ ইং কুড়িগ্রাম জেলায় আব্দুল মোমিন মহোদয়কে ফুল দিয়ে বিশেষ সংবর্ধনা দেন কুড়িগ্রাম জেলা যুব ফোরাম।
এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের যুব ফোরামের সুযোগ্য সভাপতি জামাল হোসেন, রংপুর বিভাগের যুব ফোরাম এর সাংগঠনিক সম্পাদক সহিত হোসেন।
এসময় কার্যক্ষম হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা যুব ফোরাম এর সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল কার্য নির্বাহী সদস্য সহ সকল সদস্য বৃন্দ। এছাড়াও এ এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম এর সকল উপজেলার সফল সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।
এ এওয়ার্ড পেয়ে আব্দুল মোমিন মহোদয় জানান, রংপুর বিভাগের যুব ফোরাম এর সকলের ভালো বাসা ও কার্যক্ষতা নিয়ম অনুযায়ী আরো ভালো ভাবে হলে আমরা গোটা রংপুর বিভাগকে সকল ক্ষেত্রে আরো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনামের সহিত এগিয়ে নিয়ে যাবো।
তিনি জোর সরে বলেন,২০২৪ এর এপ্রিল মাস থেকে আপনাদের জন্য সুখবর আসছে। VSO পরিকল্পনা করছে রংপুর বিভাগের সকল জেলা ইয়ুথ ফোরাম এর মাধ্যমে একটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় মডেল হিসেবে তৈরী করা হবে।যেখানে থাকবে একটি আধুনিক কৃষি ডেমো, SRHR ক্লাব, ওয়াস ফ্যাসিলিটি ও একটি কমিউনিটি হেলথ সেন্টারকে ইয়ুথ ফ্রেন্ডলি হিসেবে গড়ে তোলা হবে।
সর্বশেষে তিনি বলেন রংপুর যুব ফোরাম এর অনলাইন মিটিং এর মাধ্যমে সকলের মতামত অনুযায়ী অতিসত্বর এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। সকলের উপস্থিতিতে ভালো ভাবে আনুষ্ঠানিক কার্যক্রম করার পর সুন্দর ভাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি হয়।