বিরামপুরে চলন্ত ট্রেনথেকে লাফিয়ে নামতে গিয়ে কলেজ শিক্ষার্থী মৃত‍্যু

নয়ন মিয়া বিরামপুর (দিনাজপুর)

দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামার সময় রব্বানি হোসেন(২১) নামে এক যুবকের মৃত‍্যু হয়েছে।

ভারপাপ্ত স্টেশন মাস্টার আব্দুল আজিজ ফায়ার সার্ভিস বিরামপুর জানান, ২৫ জানুয়ারি সকাল সাড়ে ৭টায় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস চলন্ত ট্রেন থেকে বিরামপুর স্টেশনে লাফিয়ে নামতে গিয়ে গোলাম রব্বানী নামের ওই যুবকের মৃত্যু হয়েছে।

মৃত: রব্বানি হোসেন জেলার নবাবগঞ্জ উপজেলার কুতুব গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। : রব্বানি হোসেনের ফুপাত ভাই রাকিবুল ইসলাম রনি বলেন, রব্বানি হোসেন জয়পুরহাটে ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী ছিলেন।

পরীক্ষা শেষ হওয়ায় আজ সকলে বাড়ি ফেরার পথে ভুলকরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে উঠে। ট্রেনটি বিরামপুর স্টেশনে না থামলে সে চলন্ত ট্রেনথেকে লাফিয়ে নামতে গিয়ে নিহত হয়েছেন।

স্টেশন নিরাপত্তায় দায়ীত্বরত জনৈক আনসার সদস‍্য বলেন, নিহত যুবকটি চলন্ত ট্রেনথেকে লাফিয়ে স্টেশনের প্লাটফর্মে পড়ে প্রথমে বাড়ি খেয়ে ট্রেনের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। এ সময় মাথায় ও বুকে আঁঘাত পেয়ে আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে।

সংবাদ পেয়ে বিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে এলে স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত: ঘোষণা করেন।

Leave a Reply