মোঃ রিয়াজ উদ্দিন
চট্টগ্রাম ১১ বন্দর পতেঙ্গা আসনে নির্বাচিত সাংসদ এম আবদুল লতিফের উদ্যোগে নির্বাচনে প্রতিটি কেন্দ্র পাহারা দিয়ে শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করায় আজ ৩৬ নং গোসাইলডাঙ্গা ওয়ার্ডে নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতার সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই ব্যতিক্রমী সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামীলীগ হতে নবনির্বাচিত টানা চারবারের জনপ্রিয় সাংসদ এম আবদুল লতিফ নিজে উপস্থিত হয়ে নেতাকর্মীদের সাথে আনন্দ ভাগাভাগি করে বলেন, আপনারা বিজয়ী প্রার্থীকে সবসময় সংবর্ধনা দেন, আজ আমিই আপনাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা ও সংবর্ধনা জানাতে ছুটে এসেছি। দেশি বিদেশি, জামাত- বিএনপির নানান ষড়যন্ত্রের সাথে আওয়ামীলীগ নামধারী খন্দকার মোশতাক গংদের বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে দাঁড়িয়ে আপনারা আওয়ামীলীগের নেতাকর্মীরা যেভাবে প্রতিটি কেন্দ্র পাহারা দিয়ে নৌকার বিজয়, আমার বিজয় নিশ্চিত করেছেন, আমি, আমার নেত্রী ও আমাদের দল তা কখনো ভুলবে না।
দলের প্রতি আপনাদের এই ইস্পাত দৃঢ় ঐক্যের উপর নির্ভর করে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আজ টানা চতুর্থবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এম এ লতিফ এমপি বলেন, আমি পর্যায়ক্রমে আমার সংসদীয় আসনের প্রতিটি ওয়ার্ডে যাবো। আমার প্রতিনিধি হয়ে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে যারা জীবনের মায়া তুচ্ছ করে কেন্দ্রে কেন্দ্রে সারাদিন দাঁড়িয়ে ছিলেন শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে তাঁদের ও যারা মোশতাক গংদের ফাঁদে পা না নিয়ে নৌকায় ভোট দিয়েছেন সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা ও স্যালুট জানাতে আমি ওয়ার্ডে ওয়ার্ডে সংবর্ধনার আয়োজন করবো। আপনারা আমার ভাই, আপনারা শেখ হাসিনার পরিবার ও আওয়ামীলীগের প্রাণ।
কেউ আপনাদের আমার পাশ থেকে দূরে সরাতে পারবে না। চোর ডাকাত জলদস্যু, ভূমিদস্যুরা চিহ্নিত হয়ে গেছে। ওদের সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে বয়কট করা হবে। বক্তৃতার শেষ পর্যায়ে এমপি লতিফ আবেগ আপ্লুত স্বরে বলেন, বার বার আমাকে আপনারা জনপ্রতিনিধি নির্বাচিত করছেন, আমি ও আমার পরিবার এই ঋণ কৃতজ্ঞচিত্তে আমৃত্যু স্মরণ কররো। আমার আলাদা কোন পরিবার নেই, আপনারাই আমার পরিবার।
সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন, এ কে এম আক্তার হোসেন, আবদুল মাবুদ রাশেদ, আবদুল মান্নান চোধুরী সভাপতি ৩৬ নং ইউনিট আওয়ামী লীগ, মোঃ ইকবাল নিমতলা ইউনিট সভাপতি, সাধারণ সম্পাদক রিফাত আলম, ডক বন্দর শ্রমিক নতা ইমাম হোসেন, ইমতিয়াজ বাবলা সহ সভাপতি মহানগর ছাত্রলীগ, মন্জু চৌধুরী, আওয়ামী লীগ নেতা ময়ুর চৌধুরী, আলো চৌধুরী, আবুল হাশেম, মোঃ বাটু,হাশেম, মোঃ দস্তগীর, মোঃ ফয়সাল, মোঃ শাহেদ, মোঃ জাবেদ, মোঃ ফয়সাল, মোঃ জুয়েল, মোঃ শহীদ ও কাইয়ুম প্রমূখ।