(নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর সাপাহারে পূর্ব শত্রুতার জের ধরে গমের জমিতে ঘাসমারা বিষ স্প্রে করে ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খঞ্জনপুর মাঠে।
এ ঘটনায় জমির মালিক আবুল কালাম সরকার বাদী হয়ে ৩ জনকে বিবাদী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারী দিবাগত উপজেলার খঞ্জপুর সরকার পাড়া গ্রামের মৃত আমিরউদ্দীনের ছেলে আবুল কালাম সরকারের খঞ্জনপুর মাঠে পৈতৃক সূত্রে পাওয়া জমিতে রোপকৃত গমে ঘাসমারা বিষ স্প্রে করে প্রতিপক্ষের লোকজন।
পরেরদিন আবুল কালাম গমের পরিচর্যা করতে গিয়ে দেখে গমগাছগুলো পুড়ে গেছে।যাতে করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। অভিযোগে আরো জানা যায়, বিবাদীরা নিজের সাড়ে ১৬ শতাংশ জমি নিজের ক্রয়কৃত বলে দাবী করে।
তারা বিভিন্ন সময় আবুল কালামের পৈতৃক সূত্রে পাওয়া জমিতে পাওয়া জমিতে উপর্যুপরি গন্ডগোল হাঙামা করতে থাকে। এরই ধারাবাহিকতায় পূর্ব শত্রুতার জের ধরে ঘটনার দিন দিবাগত রাতে সকলে অগোচরে ওই সাড়ে ১৬ শতাংশ জমিতে রোপনকৃত গমে ঘাসমারা বিষ স্প্রে করে।
বিবাদীরা হলেন উপজেলার রাম রামপুর গ্রামের মৃত তমিজউদদীনের ছেলে শাহজাহান (৩৬), মৃত ছলেমানের ছেলে ফিলু (৪০), কালুমদ্দীনের ছেলে সুলতান (৩৫)। এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।