শাহবাগ থানা চত্ত্বরে পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা

স্টাফ রিপোর্টার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা চত্ত্বরে সাংস্কৃতিক সন্ধ্যা ও বার্ষিক পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় এ উৎসবের আয়োজন করা হয়।

পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম-সেবা।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম-সেবা বলেন, আমরা আমাদের পেশাগত কারণে সময় মতো ছুটিতে যেতে পারি না। ফলে পরিবারের সঙ্গে পিঠা খাওয়ার সৌভাগ্য অনেকের হয় না। তাই আজ আমাদের এই আয়োজন।

তিনি আরো বলেন, এ আয়োজন থানার অফিসারসহ ফোর্সদের মনোবল ও কর্মোদ্দীপনা বৃদ্ধি করবে। এ সময় তিনি রমনা বিভাগের সকল থানার অফিসার ইনচার্জদের এমন আয়োজন করার উৎসাহ প্রদান করেন।

পিঠা উৎসব শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ফোর্সদের উদ্বুদ্ধ করতে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন শাহবাগ থানার অপারেশন (ইন্সপেক্টর) মো:আরশাদ হোসেন আকাশ, ইউবিএল বক্স ইনচার্জ সাব-ইন্সপেক্টর মামুনুর রশিদ, নীলক্ষেত ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টকর আলামিন, বাবুপুরা ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর দেলোয়ার, সাব-ইন্সপেক্টর মনোজসহ আরো অনেকে।

এছাড়াও আমন্ত্রিত অতিথিদেরও পরিবেশনা ছিল মনোমুগ্ধকর। এসময় ডিএমপির রমনা বিভাগের রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ্ আলম মোঃ আখতারুল ইসলাম পিপিএম, রমনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply