ফ্লাট ভাড়া নিয়ে দখলের অভিযোগ মজিবুর রহমান মজনুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার

রাজধানীর উত্তরায় ১৪ নম্বর সেক্টর ১০ নম্বর রোড ৪ নাম্বার বাড়ির ৩য় ও ৬ষ্ঠ তালায় ২০১৭ সালে মজিবুর রহমান মজনু নামে এই ব্যাক্তির কাছে ভাড়াদেয় ফ্লাট মালিক আমার চাচা জাবেদ।

কয়েক বছর পর ২০২১ সালে মারাজান ফ্লাট মালিক চাচা জাবেদ। ওয়ারিশ সুত্রে মালিক এর ভাতিজা, মাস শেষে ভারা চান, ফয়সাল হারুন জিতু।

ভাড়া চাইতে গেলে ভাড়াটিয়া জানায় তারা ফ্লাটটি ভাড়া নাদিয়ে বলেন ফ্লাট কিনে নিয়েছেন। কিন্তু ফয়সাল হারুন জিতুর দাবি চাচা ও দাদী মারা যাওয়ার পরে, ওয়ারিশ সুত্রে ফ্লাটের মালিক বাবা ও ফুফু। আমাদের বন্টকই হয়নি তাহলে বিক্রি হবে কিভাবে‌।

প্রতারক মজনু তার দাবি করলেও সে বৈধ কোন কাগজ পত্র দেখাতে পারেনাই ও রাজউকে তাদের কোন কিছুই পাওয়া যায়নাই।

ভাড়া চাইতে গেলে আমাকে নারী নির্যাতন মামলা ও মেরে ফেলার হুমকি দেয় আমি ও আমার বাবা মা পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।

এদিকে জীতুর বাবা মোঃ হারুন বলেন ২০১৫ সালে মুজিবুর রহমান মজনু ভাড়া নিয়ে বসবাস শুরু করে আমার ভাই জাবেদ আলীর কাছ থেকে।

আমার ভাই ২০২১ সালে মারা যান। মারা যাওয়ার পরে আমার ছেলে তারকাছে ভাড়া চাইতে গেলে সে ভাড়া না দিয়ে আমাদেরকে ভয়ভীতি দেখায় এবং আমাদের ফ্লাট ভাড়া না দিয়ে নিজ দখলে রাখে এবং আমাদেরকে মিথ্যা মামলা ও প্রান নাশের হুমকী দেয়।

বিভিন্ন সময় অস্ত্রধারী লোক নিয়ে আসেন বর্তমানে নিজে না থেকে কিছু অশৃংখল ও খারাপ আকৃতিক লোক রাখছেন যা উত্তরা পশ্চিম থানা অবগত আছেন। এখন আমি খুবই আতংকে আছি।

এ ব্যাপারে মজিবুর রহমান মজুনুর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করাহলে ও বন্ধ পাওয়া যায় আর ঐ ফ্লাটে গেলে কোনো লোক কথা বলতে চায়নি।

Leave a Reply