জলবায়ু অভিযোজন তহবিল দ্বিগুণ করার দাবি বাংলাদেশের

জলবায়ু পরিবর্তনজনিত বৈশ্বিক সংকটের বিজ্ঞানভিত্তিক সমাধানের পাশাপাশি এ সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অভিযোজন তহবিল দ্বিগুণ করার দাবি জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ বলেছে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রিতে সীমাবদ্ধ রাখতে হলে জীবাশ্ম জালানির বিষয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে।

দুর্বল অভিযোজন লক্ষ্যমাত্রার খসড়া নিয়ে হতাশা প্রকাশ করে বাংলাদেশ বলেছে, বৈশ্বিক কার্বন নির্গমনের লাগাম টানতে হলে যেসব দেশ বেশি কার্বন নির্গমন করে তাদের রাজনৈতিক প্রতিশ্রুতি দিতে হবে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখতে নেতৃত্ব দিতে হবে উন্নত দেশগুলোকেই।

প্রধানমন্ত্রীর জলবায়ুবিষয়ক দূত ও দুবাইয়ে চলমান জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান সাবের হোসেন চৌধুরী বলেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হলে ফসিল ফুয়েলের (জীবাশ্ম জ্বালানির) ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অনেক দেশ অনেক কথা বলছে। কিন্তু বিজ্ঞান কী বলছে আমাদের তাতে গুরুত্ব দিতে হবে। সিদ্ধান্ত অবশ্যই হতে হবে বিজ্ঞানিভিত্তিক।

Leave a Reply