টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালি অনুষ্ঠিত

মোঃ নজরুল ইসলাম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:-

গাজীপুর মহানগরের টঙ্গীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে কলেজ গেট এলাকায় গিয়ে শেষ হয়।

গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথীর ব্যানারে অনুষ্ঠিত র‍্যালিতে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল নেতা সফিকুর রহমান হিমেল, নাজমুল হাসান নাঈম, রাসেদুল ইসলাম বাবু, সোলমান কবির। বিপ্লব সরকার, জহিরুল হুদা বাবু, রাসেল আহমেদ, উজ্জল শেখ, মামুন দেওয়ান, আশরাফুল আলম, আব্দুল্লাহ আল মামুন মিনার, ফাইজুল ইসলাম পলাশ, আবুল হোসেন, আনোয়ার হোসেন, সাদ্দাম প্রমুখ।

Leave a Reply